[Featured Post][featured][recent][5]

জনপ্রিয় পোস্ট

মারিয়ানা’স ওয়েব কি? ইন্টারনেট এর এই সবচেয়ে রহস্যময় ও অন্ধকার স্থান সম্পর্কে জানুন

অনেকেই হয়ত মারিয়ানা'স ওয়েব এর নাম শুনেছেন; আবার অনেকে হয়ত শুনেন নি। মারিয়ানা'স ওয়েব আসলে কি? আমরা কি মারিয়ানা'স ওয়েব সার্ফ ক...

নয়া পল্টনে শুধুই পুলিশ
============
নির্বাচন ঠেকাতে ঢাকামুখী অভিযাত্রার পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা থাকলেও দুপুর পর্যন্ত সেখানে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।বেলা ২টা পেরোলেও নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কোনো তৎপরতা দেখা যায়নি। সড়কের এক কিলোমিটার সড়কজুড়ে অবস্থান নিয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের সড়কে সকাল থেকেই যান চলাচল বন্ধ। পথচারীদের চলাচলেও আরোপ করা হয়েছে কড়াকড়ি। পুলিশ ও গণমাধ্যম কর্মী ছাড়া এই এলাকায় কেউ নেই বললেই চলে।

পুলিশের কর্মকর্তারা বলেছেন, যেহেতু সমাবেশের অনুমতি নেই সেহেতু সমাবেশ হতে দেয়া হবে না।

বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা  টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয়া পল্টনের কাছাকাছি এলাকায় নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন। পুলিশি বাধার কারণে তারা সমাবেশস্থলে যেতে পারছেন না।

সকালের দিকে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা সাদিয়া হক তালুকদার, রওশন আরা ফরিদ, জান্নাতুল ফেরদৌস, এলিজা জামান ও শিরিন আখতার রীনা দলীয় কার্যালয়ের  সামনে এলে তাদের আটক করে পল্টন মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

আগামী ৫ জানুয়ারির ভোট রুখতে রোববার ঢাকামুখী অভিযাত্রার পর নয়া পল্টনে কার্যালয়ের সামনে সমাবেশে ঘোষণা দিয়েছিলেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সমাবেশের কার্যক্রম শুরুর কথাও বলেছিলেন দলটির নেতারা।

বিএনপির সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “রোববার সকালে যেকোনো মূল্যে আমরা নয়া পল্টনে গণতন্ত্রের অভিযাত্রার সমাবেশ করবো। শান্তিপূর্ণ এই সমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০-১১টার মধ্যে। ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া যে কোনো সময়ে সমাবেশস্থলে উপস্থিত হবেন।”

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ি ঘিরে শনিবার রাতেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ির সামনে এবং আশপাশের সড়ক মিলে সেখানে আট প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে।

বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম সকালেই উঠেছেন। তিনি পত্রিকা পড়েছেন এবং ফোনে কর্মসূচির খোঁজ খবর নিয়েছেন।”

দুপুরের পর তার নয়া পল্টনের দিনে রওনা হওয়ার কথা বলে জানান তিনি।

বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে মালিবাগের কাছে শিল্পী-সাহিত্যিক-কবিরা সমাবেত হয়ে নয়া পল্টনের কার্যালয়ের অভিমুখে যাত্রা করলে পুলিশ আমাদের ধাওয়া দেয়। আমরা এখন বোইলি রোড়ের কাছে অবস্থান করছি।”

ছড়াকার আবু সালেহ, চলচ্চিত্র অভিনেতা আশরাফুজ্জামান উজ্জ্বল, হেলাল খান ও নজরুল ইসলামসহ শিল্পীরা তাদের সঙ্গে রয়েছেন বলে জানান মাজহরুল।

ঢাকা অভিযাত্রা কর্মসূচির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িত জামায়াত-শিবির কর্মীরা ঢাকায় এসে নাশকতা চালাতে পারে-আশঙ্কা প্রকাশ করে রাজধানীতে বিরোধী দলকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

দুইদিন আগে থেকেই সারা দেশের সঙ্গে রাজধানীর যান চলাচল অনেকাংশে বন্ধ করা হয়েছে।  রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ও প্রবেশ পথগুলোতে চেক পোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Post a Comment