[Featured Post][featured][recent][5]

জনপ্রিয় পোস্ট

মারিয়ানা’স ওয়েব কি? ইন্টারনেট এর এই সবচেয়ে রহস্যময় ও অন্ধকার স্থান সম্পর্কে জানুন

অনেকেই হয়ত মারিয়ানা'স ওয়েব এর নাম শুনেছেন; আবার অনেকে হয়ত শুনেন নি। মারিয়ানা'স ওয়েব আসলে কি? আমরা কি মারিয়ানা'স ওয়েব সার্ফ ক...

রাজধানীতে আটক শতাধিক, হয়রানির অভিযোগ
=========================
বিরোধী দলের কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় রাজধানীর কলাবাগান, উত্তরা ও প্রেসক্লাব এলাকা থেকে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, রোববার ভোরে কলাবাগানের একটি মেস থেকে অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে।

এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে তল্লাশি চৌকি বসিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নগরবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশ এক ধরনের ফিল্টারিং করছে। যাদের আটক করা হয়েছে তাদের কেউ ভাল হলে ছেড়ে দেয়া হবে, আর খারাপ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

উত্তরা থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, উত্তরায় সড়কে তল্লাশি চৌকি বসিয়ে প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে।

“তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সাধারণ যাত্রী মনে হলে ছেড়ে দেয়া হবে। আর বিরোধী দলের ঢাকায় অভিযাত্রার কর্মী প্রমাণিত হলে গ্রেপ্তার দেখানো হবে।”

তল্লাশির নামে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেছেন অনেক পথচারী।

এদের একজন গার্মেন্ট কর্মী মাসুদ রানা, যিনি উত্তরায় আটক হওয়ার আধা ঘণ্টা পর ছাড়া পেয়েছেন।

তিনি বলেন, “আশুলিয়ার হাসা গার্মেন্টেস চাকরি করি। টঙ্গী থেকে আশুলিয়ায় কর্মস্থলে যাচ্ছিলাম। পথে আমাকে প্রায় আধা ঘণ্টা আটকে রাখা হয়েছে।”

আগামী ৫ জানুয়ারির ভোট রুখতে আহ্বান জানিয়ে রোববার ‘ঢাকামুখী যাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এই কর্মসূচির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িত জামায়াত-শিবির কর্মীরা ঢাকায় এসে সহিংসতা চালাতে পারে-আশঙ্কা প্রকাশ করে রাজধানীতে বিরোধী দলকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। দুইদিন আগে থেকেই সারা দেশের সঙ্গে রাজধানীর যান চলাচল অনেকাংশে বন্ধ করা হয়েছে।

উপকমিশনার মাসুদুর রহমান জানান, “নগরবাসীর নিরাপত্তার স্বার্থে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার পুলিশ সে ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।”

Post a Comment