[Featured Post][featured][recent][5]

জনপ্রিয় পোস্ট

মারিয়ানা’স ওয়েব কি? ইন্টারনেট এর এই সবচেয়ে রহস্যময় ও অন্ধকার স্থান সম্পর্কে জানুন

অনেকেই হয়ত মারিয়ানা'স ওয়েব এর নাম শুনেছেন; আবার অনেকে হয়ত শুনেন নি। মারিয়ানা'স ওয়েব আসলে কি? আমরা কি মারিয়ানা'স ওয়েব সার্ফ ক...

প্রথম দিনে স্বতঃস্ফূর্ত হরতাল
স্টাফ রিপোর্টার : পিকেটার, মারমুখী পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর, মুহুর্মুহু ককটেল-বোমা বিস্ফোরণ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন। সাধারণ মানুষ হরতালে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। রাজধানীর চেয়ে জেলা, শহর উপশহর ও গ্রাম পর্যায়ে সংঘাতের ঘটনা ঘটেছে বেশি। হরতালে কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা। অচলপ্রায় সারাদেশ। জনজীবন স্থবির। প্রথমদিনে পুলিশের গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম ও ঈশ্বরগঞ্জে নাসির উদ্দিন ও নাসির উদ্দিন ভূইয়া নামে যুবদল ও ছাত্রদলের দুই নেতা নিহত হয়েছে। চট্টগ্রামে জাকির হোসেন, সাভারে মুকুল হোসেন ও নাটোরের ইসহাক আলী মোল্লাসহ তিন জন নিহত হয়েছে। এছাড়াও রাজশাহী, সিলেট, খুলনা, নরসিংদী, পিরোজপুর, গাজীপুর, সাভার, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও, জামালপুর, মৌলভীবাজার, বগুড়াসহ অন্তত অর্ধশতাধিক জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর জানিয়েছে আমাদের সংবাদদাতারা। 
দলীয় ও পুলিশি সূত্র মতে, সারাদেশে আটশতাধিক বিরোধী নেতাকর্মী আহত এবং পাঁচ শতাধিক গ্রেফতার এবং ভ্রাম্যমান আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। বিভিন্ন স্থানে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ৮ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি মহানগরসহ কয়েক জেলায় বিজিবি মোতায়েন করা হয়। হামলার খবর সংগ্রহের অভিযোগে রাজধানীতে সাংবাদিককে পিটিয়েছে শ্রমিক লীগ নেতাকর্মীরা।
প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের দাবির প্রতি সমর্থন জানিয়ে দেশবাসী স্বতঃস্ফূর্ত হরতাল পালন করেছে। সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে বিরোধী শক্তিকে দমনের চেষ্টা করেছে। অপরদিকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিরোধী দল নৈরাজ্যের পথে হাঁটছে। এ পথ না ছাড়লে হার্ডলাইনে যাবে তারা।
হরতালে রাজধানীর অভ্যন্তরে কড়া নিরাপত্তায় হাতেগুনা কিছু গণপরিবহন চলাচল করেছে। ঢাকা থেকে কোথাও কোনো যান ছেড়ে যায়নি প্রবেশও করেনি। ট্রেন চলাচল ছিল তবে বন্ধ ছিল লঞ্চ। হরতালে আদালতপাড়া, সচিবালয়, ব্যাংক-বীমা পাড়া মতিঝিলে উপস্থিতি কম ছিল। নগরীতে শিক্ষা প্রতিষ্ঠান ও সুবিশাল বিপণি বিতান বন্ধ ছিল। হরতালের সমর্থনে ও বিপক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে।
নয়া পল্টন অবরুদ্ধ : কড়া পুলিশি পাহাড়ায় অবরুদ্ধ ছিল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শতাধিক পুলিশ কয়েক ভাগে বিভক্ত হয়ে দলীয় কার্যালয় দিনভর ঘিরে রাখে। প্রস্তুত ছিল গরম পানির গাড়ী, রায়ট কার ও প্রিজন ভ্যান। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কার্যালয় ছিল নেতা-কর্মী শূন্য। কোন পিকেটিং কিংবা মিছিলের চেষ্টা হয়নি। দলের ভারপ্রাপ্ত মহািসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামসহ হাতে গোনা কয়েকজন নেতা দলীয় কার্যালয়ের ভিতরে বসে হরতাল পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সকালের দিকে এদেরই কয়েকজন দলীয় কার্যালয়ের গেটে অবস্থান নিয়ে হরতাল পালন করেন। সকাল ১১টার দিকে সাংবাদিকদের সাথে হরতাল পরিস্থিতি নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার রাত থেকে হরতালে গতকাল বিকেল পর্যন্ত সারা দেশে সরকারি দল ও বাহিনীর হামলায় বিএনপির দুজন কর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় ৮ শতাধিক আহত এবং ৫ শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে ৮ হাজার অধিক নেতাকর্মীকে। চারজনকে ভ্রামমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।
রাজধানীর হরতালচিত্র :
পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাজধানীতে দিনভর হরতাল পালিত হয়েছে। এর মধ্যেই পিকেটাররা মোহাম্মদপুরে একটি গাড়িতে আগুন দিয়েছে। এছাড়াও বিভিন্নস্থানে মিছিল, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর বিভিন্ন স্থান থেকে অন্তত ২১ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সকাল ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর হরতাল সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি টাউন হলের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে থাকা এটিসিএল’র পরিবহনের একটি বাসে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হরতালের প্রথম প্রহরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাবিস্কো মোড়ে হরতাল সমর্থনে একটি মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে সেখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। সকাল পৌনে ৭টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা গাবতলীর বালুর মাঠে মিছিল বের করে রাস্তায় টায়ারে আগুন দেয়। এ সময় সেখানে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় হরতালকারীরা মিছিল থেকে পুলিশের ওপর হাতবোমা ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৮৪ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির কর্মী ইকবাল হোসেন এবং তিতুমীর কলেজ ছাত্রদলের কর্মী মোজাম্মেল হোসেনকে চারটি হাতবোমাসহ গ্রেপ্তার করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতাংশু হাওলাদার তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদ- দেন বলে জানিয়েছেন শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদ। এর আগে রোববার গভীর রাতে শ্যামপুর বাজার এলাকায় একটি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিমকে চারটি ককটেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকেও নির্বাহী ম্যাজিস্ট্রেট একই দ- দেন বলে ওসি জানান।
সকাল ৭টার দিকে মুগদা এলাকায় পর পর কয়েকটি ককটলে বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি মুগদা থানা পুলিশ।
সকাল ৮টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে একটি মিছিল বের করে ছাত্রদলের নেতা-কর্মীরা। ওই মিছিল থেকে ২টি বাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে হরতাল সমর্থকরা সেখানে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান মিরপুর থানার ওসি সালাউদ্দিন খান।
সকাল সাড়ে ৯টার দিকে যাত্রবাড়ী রায়ের বাগে শিবিরের একটি ঝটিকা মিছিল বের হয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে পর পর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সকাল পৌনে ১০টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা একটি মিছিল বের হয়। এসময় সেখানে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া বিজয় সরণি ফ্লাইওভারের উপর দুপুরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে বঙ্গবাজার এলাকায় একটি মিছিল বের করে বিএনপির নেতা কর্মীরা। এসময় ওই মিছিল থেকে ২টি ককটেল বিস্ফোরণ ঘটনানো হয়। ককটেল বিস্ফোরনের শব্দ পেয়ে সেখানে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যায় শ্রমিক লীগের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা পালিয়ে গেলে সংবাদ কভারেজ করতে যাওয়া সাংবাদিকদের উপর হামলা করে শ্রমিকলীগ নেতাকর্মীরা। তারা কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনাস্থলের খুব কাছে পুলিশ থাকলেও তারা নিরব দর্শদের ভূমিকা পালন করেন। শ্রমিকলীগের হাতে আক্রান্ত সাংবাকিদরা হচ্ছেন, এনটিভির সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, ও ক্যামরাম্যান আয়নাল আহম্মেদ, এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান কবিরুল ইসলাম পিন্টু, জনকণ্ঠের ফটো সাংবাদিক জীবন ঘোষসহ আরো কয়েকজন।
দুপুর সোয়া ১২টার দিকে পল্টন কালর্ভাট রোডে হরতালের সমর্থনে মিছিল করেছে লেবার পার্টি। পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্ল¬াহ আল মেহেদীর নেতৃত্বেকালভার্ট মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন টাওয়ারের দিকে অগ্রসর হলে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। এতে লেবার পার্টির নেতা-কমীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় পার্টির দুই কর্মী রায়হান আলম ও বকতিয়ার আহত হয়।
দুপুর ১২টার দিকে যুব জাগপার কয়েকজন কর্মী হঠাৎ মিছিল দিয়ে পুরানা পল্টন এলাকায়  রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ ও যুবলীগের কর্মীরা তাদের উপর চড়াও হয়। এসময় আনিসুর রহমান তিতাস ও রিয়াজ আহমেদ নামে দু’জন কর্মীকে পুলিশ আটক করে।
বেলা ৩টার দিকে পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরে পর পর ২টি ককটেল বিস্ফোরণ ঘটলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিএমএম আদালতের তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাজ উদ্দিন জানান, তার কার্যালয়ের পাশেই কালেক্টরেট মসজিদের সামনে একটি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জানালার পাশে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।
এর আগে দুপুরের দিকে জজ আদালতের সিঁড়ি থেকে ২টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। এসময় সেখান থেকে আব্দুল আজিজ নামে একজনকে আটক করা করা হয়। কোতোয়ালী থানার ওসি শাহ আলম বলেন, সকাল থেকে এ পর্যন্ত সহিংসতার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। এর আগে সকাল ৮টায় মালিবাগ চৌধুরীপাড়ায় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ককটেলের আঘাতে দুই পথচারী আহত হন। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সেখান থেকে একজনকে আটক করে। এছাড়া সকাল ৯টার দিকে খিলগাঁও এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের হয়। ওই মিছিল থেকে সেখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সিলেটে ককটেল বিস্ফোরণ
সিলেট অফিস জানায়, হরতাল চলাকালে ১৮ দলীয় জোটের মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হরতাল চলাকালে মার্কেট, বিপণি বিতানসহ সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তায় ভারি যানবাহন না নামলেও দিনভর বিক্ষিপ্তভাবে অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। ব্যাংক, বীমাসহ অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্ত:জেলা কোনো পরিবহন ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। নগরীতে নাশকতা ঠেকাতে র‌্যাব, ও বিজিবির পাশাপাশি বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ও টহলে রয়েছে।
বি.বাড়িয়ায় রেললাইনে আগুন : বিএনপির ৫ কর্মী আহত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান,
হরতালের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন ও বিজয়নগরে শ্রমিকদের সাথে সংর্ঘষ হয়েছে হরতালকারীদের। সকাল ১০টার দিকে শহরের কলেজপাড়া সংলগ্ন রেললাইনে টায়ারে পিকেটাররা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলে। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে খ- খ- মিছিল করে। শহরে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। বন্ধ রয়েছে সকল মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এদিকে জেলার বিজয়নগরে শ্রমিকদের হামলায় ৫ বিএনপি কর্মী আহত হয়েছে।
পিরোজপুরে ভাঙচুর, আহত ৫
গ্রেফতার ১৭
পিরোজপুর জেলা সংবাদদাতা জানান,  হরতালের প্রথম দিনে
সকালে পিকেটাররা রানীপুরের কাছে একটি মোটরসাইকেল ভাঙচুর করে। অন্যদিকে জিয়ানগরের টগড়া মোড়ে একটি টেম্পু ও দুটি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। এতে টেম্পুর চালকসহ আহত হয়েছেন ৫ জন।  রানীপুরে ছাত্রদল ও নামাজপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক প্রতিবন্ধকতা তৈরি করেছে শিবির। 
মাদারীপুরে টিয়ারশেল নিক্ষেপ : যুবদল নেতাসহ আটক ৩
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুরে জেলা যুবদলের উদ্যোগে সকালে একটি মিছিল বের হলে পুলিশের বাধার মুখে পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ মাদারীপুর সদর থানা যুবদলের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে আটক করেছে।
চাঁদপুরে রেললাইনে আগুন
চাঁদপুর জেলা সংবাদদাতা জানান, চাঁদপুরে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও খ- খ- মিছিলের মধ্য দিয়ে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন অতিবাহিত হয়। গতকাল সকালে চাঁদপুর-লাকসাম রেলপথের গুচ্ছগ্রাম এলাকায় ফের রেললাইনে আগুন দেয় হরতাল সমর্থকরা।
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মঠখোলা, বাবুরহাট, ঘোষেরহাট, কুমারডুগি, পল্লীবিদ্যুৎ, মহামায়া, বাকিলা ও হাজিগঞ্জসহ প্রায় অর্ধশত স্থানে ট্রায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতালকারীরা। এছাড়াও শহরের নতুন বাজার ও চাঁদপুর-রায়পুর সড়কের চৌরাস্তা এলাকায় টায়ারে আগুন ও গাছের গুঁড়ি ফেলে যানচলাচল বন্ধ করে দেয়।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, হরতাল সমর্থকরা ঢাকা-বঙ্গবন্ধু মাহসড়কের বিভিন্ন স্থানে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
এদিকে সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক স¤পাদক সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে ঘাটাইলে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। অপরদিকে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আরামবাগ এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম স্বাধীনের মোটরসাইকেল ভাঙচুর করেছে পিকেটাররা। এসময় পুলিশ দুলাল নামে এক পিকেটারকে আটক করেছে। এর আগে সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি বাজার এলাকায় অফিসগামী আব্দুস সোবহান (৫০) নামে এক ইউনিয়ন ভূমি কর্মকর্তার মোটরসাইকেল ভাঙচুর ও তাকে পিটিয়ে তার পা ভেঙে দেয় পিকেটাররা।
মেহেরপুরে সড়ক অবরোধ
মেহেরপুর জেলা সংবাদদাতা জানান, হরতালের ১ম দিনের শুরুতেই জেলা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, রাজনগরে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। গতকাল সোমবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পশ্চিম মালসাদহ, বাঁশবাড়িয়ায় জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন এমপির নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ১৮ দলের নেতাকর্মীরা।  এদিকে গতকাল সোমবার ভোরে গাংনী উপজেলার বামুন্দী বাজারে পর পর ৮টি ককটেল বিস্ফোরণ ঘটায় দৃর্বৃত্তরা।
এদিকে হরতালের প্রথম দিনে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে জামায়াতের নারী কর্মীরাও হরতালের সমর্থনে পিকেটিং করেছে।
সোমবার সকাল ৮টার দিকে লাঠি হাতে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে।
গণজাগরণ মঞ্চের আহ্বায়কসহ ২ জনকে পিটিয়ে জখম
কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা জানান, কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে গতকাল দুপুরে গণজাগরণ মঞ্চ ও (বাসদ) কমলনগর উপজেলার আহ্বায়ক এমএ মজিদ এবং উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ সফিকের ওপর শিবিরের পিকেটাররা হামলা চালিয়ে আহত করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রশিবিরের পিকেটাররা দুপুরে কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল শেষ করে পিকেটাররা যাওয়ার পথে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক এমএ মজিদকে সামনে পেয়ে পিটিয়ে আহত করে। একইসময় উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ সফিকের ওপরও শিবির কর্মীরা হামলা চালিয়ে জখম করে।
গফরগাঁওয়ে মেডিসিনের গাড়িতে আগুন : গ্রেফতার ৩
গফরগাঁও উপজেলা সংবাদদাতা জানান,  গফরগাঁও পৌরসভাসহ বিভিন্ন স্থানে রাস্তায় গাছ ফেলে অবরোধ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে হরতাল সর্মথনকারীরা। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ রোডের তেজপাতা মার্কেটের সামনে হেলথ কেয়ার মেডিসিন কোম্পানির সুজুকি মারুতি মাইক্রোবাস গাড়ি (গাড়ি নং ঢাকা-মেট্রো-ঠ-১৩-১৮১৪) আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা।
না.গঞ্জে বোমাবাজি : আগুন ও গুলি
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে আগুন, ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির মধ্য দিয়ে গতকাল ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন পালিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় শহরের নিতাইগঞ্জ বাপ্পী স্মরণীর সামনে থেকে জেলা বিএনপি হরতাল সমর্থনে একটি মিছিল বের করে। পুলিশ বাধা দিলে মিছিলটি জিমখানার দিকে চলে যায়। সকাল সাড়ে ৭টা হতে ৮টার মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকাতে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদের নেতৃত্বে হরতাল সমর্থনে বের হওয়া মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সকাল পৌনে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় আড়াইহাজারের বিএনপি নেতারা সড়কে টায়ার জ্বেলে আগুন ধরিয়ে দেয়। সকাল ৮টায় শহরের বাপ্পী স্মরণী এলাকা থেকে যুবদলের একটি মিছিল সিটি করপোরেশনের নগর ভবনের সামনে আসলে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এ সময় যুগ্ম আহ্বায়ক রানা মুজিবসহ আরো ৫ জন আহত হয়েছে।
রাজশাহীতে পুলিশি বাধায় হরতাল পালিত
রাজশাহী ব্যুরো জানায়, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও গুলিবর্ষণের মধ্যদিয়ে রাজশাহীতে ১৮ দলের সর্বাত্মকভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকাল সাড়ে সাতটার দিকে বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে মহানগর ১৮ দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সেক্রেটারী অ্যাড. সফিকুল হক মিলন, নগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী ইমাজউদ্দীন ম-ল ও অধ্যাপক মাইনুল ইসলাম প্রমুখ অংশ নেন। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়া পুলিশ ফাঁড়ি মোড়ে পথসভায় মিলিত হয়। তবে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দিলে পরে সোনাদিঘী মোড়ে আবার সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।
যশোর ব্যুরো জানায়, যশোরে টানটান উত্তেজনা, মিছিল-পাল্টা মিছিল, পুলিশ পাহারা পিকেটার আটকের মধ্য দিয়ে বড় ধরনের কোন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। যানবাহন চলেনি, দোকানপাট খোলেনি। হরতাল চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় বোমা বিস্ফোরণে পথচারী মোস্তাক ফিরোজ বাবু (৩০) আহত হন।
গাবতলীতে ১৪৪ ধারা ভেঙেবিএনপির মিছিল
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার গাবতলীতে ১৪৪ ধারা ভেঙে থানার তিনমাথার মোড়ে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ দল। মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মাস্টার আমিনুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আ. লতিফ, মতি, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান লিটন।
রূপগঞ্জে গাড়িতে আগুন
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, গতকাল সকালে উপজেলার তারাব এলাকার বিশ্বরোড-যাত্রাবাড়ি ও পূর্বাচল ৩ ফিট সড়কে টায়ারে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। এ সময় তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। এছাড়া রোববার রাতে হরতালের সমর্থনে শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানে আগুন দেয় পিকেটাররা।
মুরাদনগরে গ্রেফতার ৭
মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে সড়কের মধ্যে টায়ারে আগুন ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হয়েছে। উপজেলা যুবদল প্রচার সম্পাদকসহ বিএনপির ৭ নেতাকর্মীকে মুরাদনগর থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে।
অপরদিকে, জেলার মুরাদনগর উপজেলায় সোমবার ভোররাতে মুরাদনগর থানা পুলিশ উপজেলার বিএনপি শতাধিক নেতাকর্মীর বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে রামদনীমূরা গ্রামের মো. হালিম সরকারের ছেলে মো. জনি (১৬) ছাত্রদল সদস্যকে গ্রেফতার করে।
নেত্রকোনায় ককটেল বিস্ফোরণে আহত ৫
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র  কাচারী রোডস্থ দত্ত মাকের্টের সামনের সড়কে বিকট শব্দে ককটেল বিস্ফোরণে মহব্বত হোসেন, শফিকুল ইসলাম, নয়ন পাল, আল মামুন ও সুমন পাল নামক ৫ পথচারী আহত হয়েছে। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে কেবা কারা দত্ত মাকের্টের সামনের সড়কে ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মুহূর্তে ধোঁয়ায় আশপাশের এলাকা আছন্ন হয়ে পড়ে। এতে ৫ পথচারী আহত হয়।
বরুড়ায় আ’লীগ-বিএনপির সংঘর্ষ আহত ৫
বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, বরুড়ায় হরতালের প্রথমদিনে আ’লীগ-বিএনপির সংঘর্ষে ৫ জন আহত ও ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। জানা যায়, সকালে আ’লীগ কর্মী বাবুল হোসেন লক্ষ্মীপুর বাজারে বিএনপির এক কর্মীকে মারধর করে। একে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বিএনপির আব্দুল মান্নান, বিল্লাল হোসেন গুরুতর আহত হয়। আ’লীগের কর্মীরা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও যুবদল নেতা রিংকুর ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় এবং জলিলের ভাইয়ের ওয়ার্কশপ ও মুদি দোকান ভাঙচুর করে। পরবর্তীতে বিএনপির কর্মীরা সংঘবদ্ধ হয়ে আ’লীগ কর্মীদের উপর হামলা চালালে আ’লীগ নেতা বাবুল, সুজন, রেজ্জাক আহত হয়।
নরসিংদীতে আ’লীগের অফিসে আগুন গ্রেফতার : ৩
নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদীতে হরতাল চলাকালে ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা, রায়পুরার শ্রীরামপুর রেলগেইট ও উপজেলা পরিষদের সম্মুখে কমবেশী ৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে। সকাল ৯টায় খায়রুল কবির খোকন ও উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহীর নেতৃত্বে ভেলানগর এলাকায় বিএনপি মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাঁধা প্রদান করে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। রায়পুরার মরজাল বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন দেয়ার সময় পুলিশ তাদেরকে লাঠিপেটা করে। এতে ৪/৫ জন পিকেটার আহত হয়। রোববার রাতে শিবপুর উপজেলার সিএন্ডবি বাজারে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের একটি যৌথ অফিসে কেবা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
পুলিশ সংগীতা এলাকা থেকে ছাত্র শিবিরের আদনান আল মাহমুদ (১৯) হানাসুল বান্না (২০) ও হাফেজ ইসমাইল হোসেন (২১) নামে ৩ জনকে গ্রেফতার করে।
বগুড়ায় আদালত চত্বর ও থানায় হাতবোমার বিস্ফোরণ
আইনজীবীসহ আহত ৫
বগুড়া অফিস জানান, হরতালের প্রথম দিন গতকাল বগুড়ায় আদালত চত্বর ও থানায় হাতবোমার বিস্ফোরণ, মোটর সাইকেলে অগ্নিসংযোগ সহকারী আইনজীবীসহ ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জজ কোর্ট চত্বরে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
জজ আদালতের দক্ষিণ পাশে আলতাফুন্নেছা খেলার মাঠের দিক থেকে পরপর ২টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ককটেল ২টি আদালতের বারান্দার সামনে বিস্ফোরিত হয়। এতে এজিপি (সহকারী আইনজীবী) আব্দুস সালেক আহত হন। ককটেলের স্পিন্টারের আঘাতে তার পেট জখম হয়। এ সময় এক ভ্রাম্যমাণ বাদাম ব্যবসায়ীসহ আরো ৩ জন আহত হয। পরে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনার পরপর আদালত চত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
টঙ্গীতে ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৫
টঙ্গী সংবাদদাতা জানান, হরতালের প্রথম দিনে বিকালে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী পূর্ব পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও যানবাহনে ভাঙচুর চালায়। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় দু’জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছে।

Post a Comment