[Featured Post][featured][recent][5]

জনপ্রিয় পোস্ট

মারিয়ানা’স ওয়েব কি? ইন্টারনেট এর এই সবচেয়ে রহস্যময় ও অন্ধকার স্থান সম্পর্কে জানুন

অনেকেই হয়ত মারিয়ানা'স ওয়েব এর নাম শুনেছেন; আবার অনেকে হয়ত শুনেন নি। মারিয়ানা'স ওয়েব আসলে কি? আমরা কি মারিয়ানা'স ওয়েব সার্ফ ক...

নকিয়ার সাথে প্যাটেন্ট চুক্তি বাড়াল স্যামসাং
তরিকুর রহমান সজীব
মাইক্রোসফটের কাছে নকিয়ার বিক্রি হওয়ার খবরটা পুরোনো হয়ে গেছে প্রযুক্তি বিশ্বে। তবে এখনও নিজেদের মতো করেই নতুন নতুন ডিভাইস বাজারে এনে যাচ্ছে তারা। অন্যান্য কার্যক্রমও চলছে সমান গতিতেই। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জায়ান্ট স্যামসাং তাদের সাথে পুরোনো প্যাটেন্ট চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে পাঁচ বছরের জন্য। নকিয়ার কাছ থেকে স্যামসাং যেসব প্যাটেন্ট কিনেছিল, সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে চলতি বছরেই। তাই আগামী বছরের শুরু থেকে পাঁচ বছরের জন্য এই প্যাটেন্টগুলো বর্ধিত করা হয়েছে। তবে এই চুক্তির আওতায় নকিয়ার কোন কোন প্যাটেন্ট রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি নকিয়া কিংবা স্যামসাং। পাঁচ বছরের এই চুক্তির জন্য নকিয়াকে কী পরিমাণ অর্থ স্যামসাং প্রদান করবে, সেই তথ্যও প্রকাশ করেনি কোনো পক্ষই। এ সম্পর্কে নকিয়ার মেধাস্বত্ত্ব বিভাগের প্রধান পল মেলিন জানিয়েছেন, 'প্যাটেন্ট লাইসেন্স নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে, তা নিরসনে উদাহরণ হয়ে উঠতে পারে এই দুই প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের এই চুক্তি।' তিনি নিজেও এই চুক্তির অর্থনৈতিক দিকটি স্পষ্ট করেননি। তবে উভয় প্রতিষ্ঠানই এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত বছরে নকিয়া বেশকিছু স্মার্টফোন নির্মাতার বিরুদ্ধে প্যাটেন্ট ভঙ্গের অভিযোগে মামলা করে। এইচটিসি'র বিরুদ্ধে এক মামলায় জয়লাভ করে তারা যুক্তরাজ্যে এইচটিসি ওয়ান স্মার্টফোন বিক্রি নিষিদ্ধের আবেদনও জানিয়েছে। তবে স্যামসাংয়ের সাথে এই চুক্তি প্যাটেন্ট যুদ্ধে স্যামসাংকে এগিয়ে রাখবে বলেই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

Post a Comment