অজ্ঞান পার্টির কবলে পড়ে গাড়ি চালকের মৃত্যু
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে মোহাম্মদ ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে তার মৃত্যু হয়। তিনি সচিবালয়ের গাড়িচালক ছিলেন বলে জানা গেছে।
স্ত্রী মুন্নি আক্তার জানান, পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা চার নম্বর গেট এলাকায় থাকতেন ইসলাম। রবিবার দুপুরে তিনি সচিবালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। রাতেও বাসায় না ফেরায় তার খোঁজ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। গতকাল সকালে ইসলামের মোবাইল ফোন থেকে কল করে একজন বলেন, তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে জানতে পারেন, ভোরে ইসলাম মারা গেছেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক বাবুল ইসলাম জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ইসলামকে উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমায়।
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে মোহাম্মদ ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে তার মৃত্যু হয়। তিনি সচিবালয়ের গাড়িচালক ছিলেন বলে জানা গেছে।
স্ত্রী মুন্নি আক্তার জানান, পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা চার নম্বর গেট এলাকায় থাকতেন ইসলাম। রবিবার দুপুরে তিনি সচিবালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। রাতেও বাসায় না ফেরায় তার খোঁজ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। গতকাল সকালে ইসলামের মোবাইল ফোন থেকে কল করে একজন বলেন, তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে জানতে পারেন, ভোরে ইসলাম মারা গেছেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক বাবুল ইসলাম জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ইসলামকে উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমায়।
Post a Comment