[Featured Post][featured][recent][5]

জনপ্রিয় পোস্ট

মারিয়ানা’স ওয়েব কি? ইন্টারনেট এর এই সবচেয়ে রহস্যময় ও অন্ধকার স্থান সম্পর্কে জানুন

অনেকেই হয়ত মারিয়ানা'স ওয়েব এর নাম শুনেছেন; আবার অনেকে হয়ত শুনেন নি। মারিয়ানা'স ওয়েব আসলে কি? আমরা কি মারিয়ানা'স ওয়েব সার্ফ ক...

রাজধানীর পান্থপথে শুক্রবার ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।
 নাম মুরাদ (১২)। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেনিস বল ভেবে হাতে নেয়ার পরপরই বিকট শব্দে বিস্ফোরিত হয় ককটেলটি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফার্মগেটের অদূরে গ্রিন সুপার মার্কেটের পেছনে আমবাগান এলাকার দরিদ্র জামাল হোসেনের ছেলে মুরাদ। সে ফার্মগেট টু নিউমার্কেট রুটের লেগুনায় হেলপারি করে। শুক্রবার বেলা ১টার দিকে পান্থপথ সিগন্যালের অদূরে আইল্যান্ডের ওপর লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বল আকৃতির একটি বস্তু পড়েছিল। বল ভেবে মুরাদ হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। এ সময় বিকট শব্দে তার হাতে সেটি বিস্ফোরণ ঘটে। তার দুই হাত ঝলসে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার দু’হাতে মারাত্মক জখম হয়েছে। পুলিশ জানায়, ওই বল আকৃতির বস্তুটি ছিল ককটেল।

Post a Comment