বগুড়া অফিস : বগুড়ার তালোড়া এলাকায় স্বপ্না রাণী (২৪) নামে এক গৃহবধূ ১৩ মাসের শিশুকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মায়ের সঙ্গে নিহত শিশুটির নাম নিলয়। গতকাল শুক্রবার বিকেলে তালোড়া ও আলতাফনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় হৃদয়বিদারক ওই ঘটনা ঘটে। নিহত স্বপ্না জেলার নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামের নিরঞ্জন মাঝির স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২০নং মেইল ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় তালেড়া স্টেশনে যাত্রা বিরতি করে। এরপর ট্রেনটি আলতাফনগর স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে। ১১নং রেল ব্রিজের কাছে পৌঁছার পরপরই রেল লাইনের পাশে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা স্বপ্না ওই ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে স্বপ্না ও তার ছেলের শরীর ছিন্ন-ভিন্ন হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বগুড়া রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপ-পরিদর্শক বিমান কুমার চন্দ্র জানান, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তিনি বলেন, ‘স্বজনরা জানিয়েছেন পারিবারিক।’
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২০নং মেইল ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় তালেড়া স্টেশনে যাত্রা বিরতি করে। এরপর ট্রেনটি আলতাফনগর স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে। ১১নং রেল ব্রিজের কাছে পৌঁছার পরপরই রেল লাইনের পাশে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা স্বপ্না ওই ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে স্বপ্না ও তার ছেলের শরীর ছিন্ন-ভিন্ন হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বগুড়া রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপ-পরিদর্শক বিমান কুমার চন্দ্র জানান, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তিনি বলেন, ‘স্বজনরা জানিয়েছেন পারিবারিক।’
Post a Comment