টেক জায়ান্ট গুগল প্রকৌশলীদের সবচেয়ে পছন্দ করে। আর তাই এটা অস্বাভাবিক নয় যে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই গুগলের সবচেয়ে বেতনপ্রাপ্ত কর্মীদের তালিকায় এগিয়ে আছে। এ তালিকায় রয়েছে প্রতিষ্ঠানের নানা সিনিয়র পদের কর্মী। এ লেখায় থাকছে গুগলের সবচেয়ে বেতনপ্রাপ্ত কয়েকটি পদ।
১. সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
------------------------------------------
ইঞ্জিনিয়াররা যে গুগলের অত্যন্ত প্রিয় তার প্রমাণ এটি। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৫২ হাজার ৯৮৫ ডলার। গুগলের সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি বেতন পায়। প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে জয়েন করার পর এ পদে অধিষ্ঠিত হলে তাদের বেতন প্রায় দ্বিগুণ হয়ে যায়।
২. রিসার্চ ইঞ্জিনিয়ার
-------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৪০ হাজার ৩৯ ডলার। এ পদের অধিকারীদের কাজ প্রতিষ্ঠানের হার্ডওয়্যারের বিষয়গুলো নিয়ে।
৩. রিসার্চ সায়েন্টিস্ট
-------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩৫ হাজার ৭৮৫ ডলার। গুগলের নানা গবেষণার কাজ করেন এরা। গুগলের চালকবিহীন গাড়ির মতো প্রকল্পে এ গবেষকদের প্রয়োজন হয়।
৪. প্রডাক্ট ম্যানেজার
------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩৮ হাজার ৯৫১ ডলার। প্রডাক্ট ম্যানেজাররা গুগলের প্রত্যেক প্রকল্পের প্রাণ। তাই তাদের দিকে যে প্রতিষ্ঠানটির সুদৃষ্টি থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।
৫. সফটওয়্যার রিসার্চ ইঞ্জিনিয়ার
----------------------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ২৬ হাজার ৯১৬ ডলার। গুগলের সম্ভাবনাময় নতুন প্রকল্পগুলো নিয়ে কাজ করেন এরা।
৬. সাইট রিলায়বিলিটি ইঞ্জিনিয়ার
-----------------------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ২৪ হাজার ১৯৪ ডলার। কোনো একটি ওয়েবসাইট মাত্র কয়েক সেকেন্ডের জন্য ডাউন থাকলেই বহু অর্থ ক্ষতি হয়। আর গুগলের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কত অংকে দাঁড়াবে আপনি ভাবতেও পারবেন না। আর এ সাইট নিরবচ্ছিন্ন রাখতে কাজ করে সাইট রিলায়বিলিটি ইঞ্জিনিয়ার।
৭. সেলস ইঞ্জিনিয়ার
-------------------------
যে পণ্যই বাজারে আসুক না কেন, সেটি বাজারজাতকরণের জন্য নানা সমস্যা সমাধানে কাজ করে সেলস ইঞ্জিনিয়াররা। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১৯ হাজার ৬০৩ ডলার।
৮. সফটওয়্যার ইঞ্জিনিয়ার
--------------------------------
গুগলের কর্মিদল বলতে এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরই বোঝায়। তারা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজই করে থাকে। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১৮ হাজার ৯৯৪ ডলার।
৯. প্রডাক্ট মার্কেটিং ম্যানেজার
-----------------------------------
কম্পানির কোন প্রডাক্ট কেমন ক্রেতার নিকট উপস্থাপন করা হবে তা ঠিক করা এ পদের অন্যতম কাজ। আর এ পদেও রয়েছে গবেষণার ঝক্কি। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১৮ হাজার ২১৭ ডলার।
১০. ইউজার এক্সপেরিয়েন্স রিসার্চার
--------------------------------------------
কোনো একটি পণ্য সম্বন্ধে ক্রেতা বা ভোক্তারা কেমন ধারণা করছেন, তা বোঝাই এদের লক্ষ্য। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১২ হাজার ৫৩৬ ডলার।
১১. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
--------------------------------
কম্পানির নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর সবকিছু ঠিকভাবে কাজ করছে, তা নিশ্চিত করাই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৭ হাজার ৫৩৪ ডলার।
১২. ইউজার ইন্টারফেস ডিজাইনার
----------------------------------------------
গুগলের সব পণ্যকে মার্কেটিংয়ের জন্য সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব রয়েছে এদের ওপর। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৫ হাজার ৪৭৪ ডলার।
১৩. বিজনেস অ্যানালিস্ট
-------------------------------
গুগলের নানা ব্যবসার বিষয়গুলো ঠিকভাবে চলছে কি না, তা নিশ্চিত করে বিজনেস অ্যানালিস্টরা। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৪ হাজার ৩৮৯ ডলার।
১৪. ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট
--------------------------------------
প্রতিষ্ঠানটির আর্থিক বিষয়ের রিপোর্টিং সঠিকভাবে করা হচ্ছে কি না, তা দেখা এদের কাজ। কোনো একটি পণ্য থেকে কত অর্থ আসছে এবং এর পেছনে কত ব্যয় হচ্ছে, তাও দেখে এরা। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩ হাজার ২৪৪ ডলার।
১৫. ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর
----------------------------------------
গুগলের বিপুল ডেটা ঠিকঠাক রাখার জন্য কাজ করে ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩২৭ ডলার।
১৬. সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার
------------------------------------------
কিছু অ্যাকাউন্ট ম্যানেজাররাও গুগলে ভালো বেতন পায়। এমনই একটি পদ সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার। এ পদের বেতন বার্ষিক ৯৩ হাজার ২৩৭ ডলার।
১৭. সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন
-------------------------------------------
গুগলে ইন্টার্নরাও যে ভালো অর্থ পায়, তার প্রমাণ এ পদ। এ পদের বেতন বার্ষিক ৭০ হাজার থেকে ৯০ হাজার ডলার।
১৮. অ্যাকাউন্ট ম্যানেজার
--------------------------------
গুগলের নিউ ইয়র্ক সেলস টিমের একটি বড় দায়িত্ব থাকে এদের ওপর। এ পদের বেতন বার্ষিক ৭১ হাজার ৮০ ডলার।
১৯. অ্যাডওয়ার্ডস অ্যাসোসিয়েট
----------------------------------------
সাধারণ সহকারীর তুলনায় এ পদের অধিকারীদের দায়িত্ব কিছুটা ভিন্ন। গুগলের বড় একটি পণ্য অ্যাডওয়ার্ড। এ পদের বেতন বার্ষিক ৫৬ হাজার ৪০০ ডলার।
২০. অ্যাসোসিয়েট, অনলাইন সেলস অ্যান্ড অপারেশনস
-------------------------------------------------------------------
গুগলের সেলস অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজাররা রয়েছেন সিঁড়ির নিচের পর্যায়ে। এ কারণে তাদের বেতনও অন্যদের তুলনায় কিছুটা কম। এ পদের বেতন বার্ষিক ৫০ হাজার ২০০ ডলার।
গুগলের বিভিন্ন পদের কর্মীদের বেতনের এ তালিকা প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। তবে কর্মীদের অভিজ্ঞতাসহ অন্যান্য বিষয়ের ভিত্তিতে এসব পদের বেতন বাস্তবে কিছুটা কমবেশি হওয়া অস্বাভাবিক নয়।
১. সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
------------------------------------------
ইঞ্জিনিয়াররা যে গুগলের অত্যন্ত প্রিয় তার প্রমাণ এটি। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৫২ হাজার ৯৮৫ ডলার। গুগলের সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি বেতন পায়। প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে জয়েন করার পর এ পদে অধিষ্ঠিত হলে তাদের বেতন প্রায় দ্বিগুণ হয়ে যায়।
২. রিসার্চ ইঞ্জিনিয়ার
-------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৪০ হাজার ৩৯ ডলার। এ পদের অধিকারীদের কাজ প্রতিষ্ঠানের হার্ডওয়্যারের বিষয়গুলো নিয়ে।
৩. রিসার্চ সায়েন্টিস্ট
-------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩৫ হাজার ৭৮৫ ডলার। গুগলের নানা গবেষণার কাজ করেন এরা। গুগলের চালকবিহীন গাড়ির মতো প্রকল্পে এ গবেষকদের প্রয়োজন হয়।
৪. প্রডাক্ট ম্যানেজার
------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩৮ হাজার ৯৫১ ডলার। প্রডাক্ট ম্যানেজাররা গুগলের প্রত্যেক প্রকল্পের প্রাণ। তাই তাদের দিকে যে প্রতিষ্ঠানটির সুদৃষ্টি থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।
৫. সফটওয়্যার রিসার্চ ইঞ্জিনিয়ার
----------------------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ২৬ হাজার ৯১৬ ডলার। গুগলের সম্ভাবনাময় নতুন প্রকল্পগুলো নিয়ে কাজ করেন এরা।
৬. সাইট রিলায়বিলিটি ইঞ্জিনিয়ার
-----------------------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ২৪ হাজার ১৯৪ ডলার। কোনো একটি ওয়েবসাইট মাত্র কয়েক সেকেন্ডের জন্য ডাউন থাকলেই বহু অর্থ ক্ষতি হয়। আর গুগলের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কত অংকে দাঁড়াবে আপনি ভাবতেও পারবেন না। আর এ সাইট নিরবচ্ছিন্ন রাখতে কাজ করে সাইট রিলায়বিলিটি ইঞ্জিনিয়ার।
৭. সেলস ইঞ্জিনিয়ার
-------------------------
যে পণ্যই বাজারে আসুক না কেন, সেটি বাজারজাতকরণের জন্য নানা সমস্যা সমাধানে কাজ করে সেলস ইঞ্জিনিয়াররা। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১৯ হাজার ৬০৩ ডলার।
৮. সফটওয়্যার ইঞ্জিনিয়ার
--------------------------------
গুগলের কর্মিদল বলতে এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরই বোঝায়। তারা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজই করে থাকে। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১৮ হাজার ৯৯৪ ডলার।
৯. প্রডাক্ট মার্কেটিং ম্যানেজার
-----------------------------------
কম্পানির কোন প্রডাক্ট কেমন ক্রেতার নিকট উপস্থাপন করা হবে তা ঠিক করা এ পদের অন্যতম কাজ। আর এ পদেও রয়েছে গবেষণার ঝক্কি। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১৮ হাজার ২১৭ ডলার।
১০. ইউজার এক্সপেরিয়েন্স রিসার্চার
--------------------------------------------
কোনো একটি পণ্য সম্বন্ধে ক্রেতা বা ভোক্তারা কেমন ধারণা করছেন, তা বোঝাই এদের লক্ষ্য। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১২ হাজার ৫৩৬ ডলার।
১১. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
--------------------------------
কম্পানির নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর সবকিছু ঠিকভাবে কাজ করছে, তা নিশ্চিত করাই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৭ হাজার ৫৩৪ ডলার।
১২. ইউজার ইন্টারফেস ডিজাইনার
----------------------------------------------
গুগলের সব পণ্যকে মার্কেটিংয়ের জন্য সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব রয়েছে এদের ওপর। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৫ হাজার ৪৭৪ ডলার।
১৩. বিজনেস অ্যানালিস্ট
-------------------------------
গুগলের নানা ব্যবসার বিষয়গুলো ঠিকভাবে চলছে কি না, তা নিশ্চিত করে বিজনেস অ্যানালিস্টরা। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৪ হাজার ৩৮৯ ডলার।
১৪. ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট
--------------------------------------
প্রতিষ্ঠানটির আর্থিক বিষয়ের রিপোর্টিং সঠিকভাবে করা হচ্ছে কি না, তা দেখা এদের কাজ। কোনো একটি পণ্য থেকে কত অর্থ আসছে এবং এর পেছনে কত ব্যয় হচ্ছে, তাও দেখে এরা। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩ হাজার ২৪৪ ডলার।
১৫. ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর
----------------------------------------
গুগলের বিপুল ডেটা ঠিকঠাক রাখার জন্য কাজ করে ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩২৭ ডলার।
১৬. সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার
------------------------------------------
কিছু অ্যাকাউন্ট ম্যানেজাররাও গুগলে ভালো বেতন পায়। এমনই একটি পদ সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার। এ পদের বেতন বার্ষিক ৯৩ হাজার ২৩৭ ডলার।
১৭. সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন
-------------------------------------------
গুগলে ইন্টার্নরাও যে ভালো অর্থ পায়, তার প্রমাণ এ পদ। এ পদের বেতন বার্ষিক ৭০ হাজার থেকে ৯০ হাজার ডলার।
১৮. অ্যাকাউন্ট ম্যানেজার
--------------------------------
গুগলের নিউ ইয়র্ক সেলস টিমের একটি বড় দায়িত্ব থাকে এদের ওপর। এ পদের বেতন বার্ষিক ৭১ হাজার ৮০ ডলার।
১৯. অ্যাডওয়ার্ডস অ্যাসোসিয়েট
----------------------------------------
সাধারণ সহকারীর তুলনায় এ পদের অধিকারীদের দায়িত্ব কিছুটা ভিন্ন। গুগলের বড় একটি পণ্য অ্যাডওয়ার্ড। এ পদের বেতন বার্ষিক ৫৬ হাজার ৪০০ ডলার।
২০. অ্যাসোসিয়েট, অনলাইন সেলস অ্যান্ড অপারেশনস
-------------------------------------------------------------------
গুগলের সেলস অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজাররা রয়েছেন সিঁড়ির নিচের পর্যায়ে। এ কারণে তাদের বেতনও অন্যদের তুলনায় কিছুটা কম। এ পদের বেতন বার্ষিক ৫০ হাজার ২০০ ডলার।
গুগলের বিভিন্ন পদের কর্মীদের বেতনের এ তালিকা প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। তবে কর্মীদের অভিজ্ঞতাসহ অন্যান্য বিষয়ের ভিত্তিতে এসব পদের বেতন বাস্তবে কিছুটা কমবেশি হওয়া অস্বাভাবিক নয়।
Post a Comment