লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল এর জন্য যা যা লাগবে
২. ওয়ার্ডপ্রেস
wamp: http://sourceforge.net/projects/wampserver/
http://www.wampserver.com/en/
http://www.wampdownload.com/
http://www.wampserver.com/en/
http://www.wampdownload.com/
wordpress: http://wordpress.org/download/
লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে । উপরোক্ত লিংক থেকে ডাউনলোড করে নিন। তারপর আমাদের লোকাল সার্ভার অর্থাৎ xamp বা wamp লাগবে। উপরোক্ত লিংক থেকে ডাউনলোড করে নিন । ডাউনলোড সম্পন্ন হলে লোকাল সার্ভার টি আপনার কম্পিউটারে ইনস্টল করুন। আপনি যে কোন একটি ইউজ করতে পারেন । আমি দুটো পদ্ধতিই দেখাব
লোকাল সার্ভার টি ইনস্টল শেষে ওপেন করুন। এখান থেকে এপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করুন
এবার আপনি আপনার ব্রাউজার ওপেন করে এড্রেসবারে localhost টাইপ করে এন্টার চাপুন। তারপর আপনার সামনে একটি পেজ আসবে। এই পেজে বিভিন্ন ভাষা দেয়া রয়েছে ।আপনি ইংলিশ এ ক্লিক করুন। তারপর নিম্নের মত পেজ আসবে
এবার আপনি আপনার ডাউনলোড করা ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটি আনজিপ করে কপি করে xamp এর htdocs ফোল্ডারে বা wamp এর www directory তে পেস্ট করতে হবে । জিপ ফাইলটি আনজিপ করার জন্য 7zip বা Winzip সফটওয়্যার ইউজ করতে পারেন।এবার আপনাকে যা করতে হবে তা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটি আনজিপ করে কপি করুন। তারপর xamp এর control panel থেকে explore এ ক্লিক করলে যে উইন্ডোটি আসবে সেখান থেকে htdocs ফোল্ডারটি ওপেন করে পেস্ট করুন ।
আনজিপ ওয়ার্ডপ্রেস ফাইলটি কপি করলাম
কন্ট্রোল প্যানেল থেকে explore open করার জন্য ক্লিক করলাম
নতুন একটি উইন্ডো আসবে । এখান থেকে htdocs ফোল্ডারটি ওপেন করব
htdocs ফোল্ডারটি ওপেন করে আনজিপ ওয়ার্ডপ্রেস ফাইলটি পেস্ট করলাম।
তারপর রিনেম করুন । উদাহরণ সরুপ আমি রিনেম করে riyad দিলাম।
wamp এর হ্মেত্রে www directory তে পেস্ট করতে হবে।
এবার ব্রাউজার ওপেন করে এড্রেসবারে localhost/phpmyadmin টাইপ করে এন্টার চাপুন। তারপর নিম্নের মত পেজ দেখতে পাবেন। এই পেজের মাধ্যমে আপনাকে ডাটাবেস তৈরি করতে হবে। আপনি যে নামে আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটি রিনেম করেছেন সেই নামে একটি ডাটাবেস তৈরি করুন। আমি এখানে riyad নামে ডাটাবেস তৈরি করেছি।
এবার create বাটনে ক্লিক করলে ডাটাবেসটি তৈরি হয়েছে । নিম্নের মত পেজ আসবে
database riyad has been created এই বার্তাটি দেখাবে
এবার আপনি ব্রাউজারে অন্য একটি ট্যাব খুলে localhost/riyad লিখে এন্টার চাপুন। এখানে আপনি যে নামে ওয়ার্ডপ্রেস ফাইলটি রিনেম করেছেন সেই ফাইলের নাম locakhost/ এর পরে দিবেন অর্থাৎ স্ল্যাশ এর পরে রিনেমকৃত ফাইলটির নাম দিন।
যাহোক localhost/riyad লিখে এন্টার বাটন চাপলে নিম্নের মত পেজ আসবে
চিহ্নিত স্থানে ক্লিক করতে হবে। তারপর নিম্নোক্ত পেজ আসবে
এখানে চিহ্নিত স্থানে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে।
এখানে আপনি যে নামে ডাটাবেস তৈরি করেছেন Database Name এ সেই নামটি দেবেন। User Name : root দিবেন
password ফাকা রাখবেন । Database Host যা আছে তাই থাকবে। Table prefix ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন। এবার সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে নিম্নের মত পেজ আসবে
Run and install বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যান
এখানে Site title এ যে কোন টাইটেল দিতে পারেন । তবে মনে রাখবেন এটাই হবে আপনার url । অর্থাৎ এর মাধ্যমে আপনি আপনার লোকাল সার্ভারে তৈরিকৃত পেজটি দেখতে পাবেন। user name : admin দেয়া থাকে ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন । তারপর পাসওয়ার্ড দিন , ইমেল দিন এবার ইনস্টল ওযার্ডপ্রেস বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যান
এই পেজে আপনার ওয়ার্ডপ্রেস সাকসেস হয়েছে বার্তা দিবে । এবার লগইন বাটনে ক্লিক করলে এডমিনিসট্রেটর লগিন পেজ আসবে।
এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এবার আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড দেখতে পাবেন।
পরবর্তীতে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের কাজ করতে চাইলে ব্রাউজারে localhost/ এখানে আপনার সাইট টাইটেল দিবেন/wp-admin লিখে এন্টার চাপুন। এবং লগইন করে ড্যাসবোর্ডে যাবেন, এবং ওয়ার্ডপ্রেস ডিজাইনিং করবেন।
আজ এ পর্যন্ত পরবর্তীতে ওয়র্ডিপ্রেসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।
- See more at: http://techtutorialbd.blogspot.com/2012/10/blog-post_1416.html#more
Post a Comment