[Featured Post][featured][recent][5]

জনপ্রিয় পোস্ট

মারিয়ানা’স ওয়েব কি? ইন্টারনেট এর এই সবচেয়ে রহস্যময় ও অন্ধকার স্থান সম্পর্কে জানুন

অনেকেই হয়ত মারিয়ানা'স ওয়েব এর নাম শুনেছেন; আবার অনেকে হয়ত শুনেন নি। মারিয়ানা'স ওয়েব আসলে কি? আমরা কি মারিয়ানা'স ওয়েব সার্ফ ক...

ওয়ার ছোড় না ইয়ার

সেই ভারত আর পাকিস্তান সৃষ্টির পর থেকেই দুই দেশের মাঝে বিরোধ চলছে। যুদ্ধ আর খ-যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। এমনও এক সম্ভাব্য যুদ্ধাবস্থায় দুই দেশের সৈনিকদের মন-মানসিকতা নিয়ে তির্যক দৃষ্টিপাত ‘ওয়ার ছোড় না ইয়ার’।
ভারত আর পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা চলছে। যে কোন মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে। রাত দত্তকে (সোহা আলী খান) জিবিসি নিউজের পক্ষ থেকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে লাইভ ঘটনাবলি পাঠানোর জন্য। ভারতীয় সেনা বাহিনীর দায়িত্ব পালনরত অফিসার ক্যাপ্টেন রাজবীর (শরমন জোশি) আশপাশটা দেখাবার দায়িত্ব গ্রহণ করে। স্বাভাবিকভাবেই তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। আর দুজনই দায়িত্ব পালনের মাঝে মাঝে নিজেদের মাঝে রোমান্টিক ভাবের আদানপ্রদান করতে থাকে। আর এই দুই কাজের ফাঁকে তারা পাকিস্তানি সেনা বাহিনীর ক্যাপ্টেন কুরেশির (জাভেদ জাফরি) আর তার অধীনস্থ নৌসেনাদের সঙ্গে হিন্দি গান দিয়ে আন্তাকশারি খেলে। রাত আবিষ্কার করে গুলি বিনিময় বাদ দিয়ে দুই পক্ষের সৈনিকরা যেন ভাব করতেই ব্যস্ত হয়ে পড়েছে। এই বন্ধুত্ব কি দুই দেশের শত্রুতা নিরসন করতে পারবে? পারবে বিশ্বের দুই শক্তিশালী দেশের গোপন দুরভিসন্ধি প্রকাশ করতে।

Post a Comment