হতাশ মিলস কৃতিত্ব দিলেন বাংলাদেশকে
বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা, একবার নয়-দু’দুবার পেতে হলো নিউজিল্যান্ডকে, এবং তা উপর্যুপরি! ৩ বছরের ব্যবধানে দু’দুবার হোয়াইট ওয়াশ!! বিশ্বকাপের সর্বশেষ আসরের সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ডের জন্য কতটা লজ্জার, লজ্জাবনতভাবে সংবাদ সম্মেলনে এসে ভারপ্রাপ্ত অধিনায়ক কাইল মিলসের অভিব্যক্তি বলছে তা। ব্রান্ডন ম্যাককালাম ইনজুরিতে পড়ায় শেষ ২ ম্যাচে অধিনায়কত্ব করে এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ, তা অবলীলায় স্বীকার করেছেন কাইল মিলস-‘আমরা খুবই হতাশ, শুধু আজকের ম্যাচ নিয়ে নয়, পুরো সিরিজ নিয়েই। বিশেষ করে ৩-০তে হেরে যাব, এটা কখনোই ভাবিনি। বাংলাদেশ প্রত্যাশার চেয়ে বেশি ভালো খেলেছে আজ (গতকাল)।’ বাংলাদেশকে নিয়ে কোনো পরিকল্পনা খাটেনি, তাই ৩-০তে ওয়ানডে সিরিজ হেরে এখন লক্ষ্য তার অন্তত: একটি জয় নিয়ে দেশে ফেরা এবং তার জন্য বেছে নিয়েছেন সফরের একমাত্র অবশিষ্ট থাকা টি-২০ ম্যাচকে ঘিরে-‘যে কোনো সময়ে দল হেরে যাওয়া হতাশার, তা শুধু আমার একার ক্ষেত্রেই নয়, অন্য খেলোয়াড় এবং ম্যানেজমেন্টেরও। কারণ, আমরা সবাই এসেছিলাম জিততে। তবে এখন টি-২০’র জন্য বেশ ক’দিন সময় পাচ্ছি, এখন আমাদের লক্ষ্য শুধুই ওই ম্যাচকে ঘিরে।’
সিরিজের শেষ ম্যাচে ৩০৮ চেজ করে বাংলাদেশের জয়ে কাইল মিলস নিজেও অবাক। বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ ম্যাচ থেকে ছিটকে ফেলেছে নিউজিল্যান্ডকে, সেটাই মনে করছেন কিউই অধিনায়ক-‘আমরা যে টোটাল পেয়েছি, তা নিয়েই নির্ভার ছিলাম। বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ বেশি ভালো খেলে আমাদের হাত থেকে ম্যাচটি নিয়েছে।’ উপমহাদেশে ভালো দল নয়, কন্ডিশন এবং উইকেট নিউজিল্যান্ডের জন্য বাধা, এই পার্থক্যটা যারা নিরূপণ করেন, তাদের মনে করিয়ে দিয়েছেন কাইল মিলস নিকট অতীতে তাদের পারফরম্যান্সের কথা। নতুন বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্সের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছে, প্রতিপক্ষকে সে কৃতিত্ব দিতে ভুল করেননি তিনি-‘নিউজিল্যান্ড দল উপমহাদেশে খেলতে এসেছে ঠিকই, তবে আমরা এই উপমহাদেশ থেকেই কিন্তু বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছি, সেই অতীত খুব বেশি দিনের নয়, আমরা তা ভুলিনি। তাছাড়া অতীতে এই উপমহাদেশে আমাদের সাফল্য আছে। বাংলাদেশের বিপক্ষে গত ২টি সিরিজে শুধু আমরা মাথা নত করেছি। আসলেই তারা ব্যতিক্রর্মী খেলা খেলছে। গত ১০ বছরে তারা প্রকৃতই উন্নতি করেছে। গত সিরিজেও আমরা হেরেছি, তবে এটা ভীষণ হতাশার। ওই সিরিজের কথা মাথায় রেখে এই সিরিজে টার্গেট সেট করেছিলাম। বাংলাদেশকে নিয়ে আমরা যথেষ্ট সতর্কও ছিলাম। তবে এই কন্ডিশনে তারা বেশ ক’জন উঁচুমানের খেলোয়াড় পেয়েছে। তাদেরকে প্রশংসা করতেই হবে। বাংলাদেশের তরুণরা আসলেই হাত উঁচু করে খেলছে। টেস্টে তারা আসলেই ভালো খেলেছে এবং এই সিরিজের প্রতিটি ম্যাচেই তারা দারুণ করেছে। বিশেষ কেউ নয়, গত ম্যাচে বাংলাদেশের সবাই কিন্তু ভাগাভাগি করে রান করেছে। এই অল্পক’টি ম্যাচে তারা একটা দল হিসেবে খেলেছে।
ভেট্টরিহীন নিউজিল্যান্ড ভঙ্গুর একটি দল, টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও তা হাড়ে হাড়ে টের পেয়েছে নিউজিল্যান্ড, তা অস্বীকার করেননি মিলস-‘ভেট্টরিকে আমরা গত দু’তিন বছর ধরে মিস করছি। যখন সে আমাদের সঙ্গে থাকে, তখন ১১ জন এক হয়ে যায়। তারপরও অনেক সিরিজেই আমরা তাকে পাচ্ছি না। একটি কথা মনে আছে, শেন বন্ড যখন ইনজুরিতে পড়ল, তখন ক্রিকেট থেকে আমাদের হারিয়ে যাওয়ার কথা। তখন কিন্তু আমরা প্রচুর ম্যাচ জিতেছি।’
এক সময় বাংলাদেশ এক একটি ম্যাচ, এক একটি সিরিজ হারের পর খুঁজত ইতিবাচক দিক। এখন বদলে গেছে দিন। বাংলাদেশ যেখানে দারুন অর্জনে হতে পারছে না তৃপ্ত, ভুলগুলো শুধরে ফেলার কথা ভাবছে, সেখানে ব্যর্থতায় মোড়া বাংলাদেশ সফরে ইতিবাচক কিছু আবিষ্কার করেছেন কাইল মিলস-‘এই সফরে বেশ কিছু ইতিবাচক দিক আছে। রস টেলরের আজকের ইনিংসে জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি জাত ক্রিকেটার। ল্যাথাম এবং কলিন মুনরো ও সুযোগকে কাজে লাগিয়েছে। পুরো সিরিজ জুড়ে কোরে এন্ডারসন এবং জেমস নিশান হাত উঁচু করে খেলেছে। তরুনরাই নিউজিল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিবে, ১৫ মাসের মধ্যে সে সুফল পাওয়া যাবে।’
দারুণভাবে ওয়ানডে ফরমেটের ক্রিকেট এ বছর শুরু করে শেষটা হয়েছে হতাশায়। তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডের সংকল্প ২০১৫ বিশ্বকাপে ঘুরে দাঁড়ানো দলে আত্মপ্রকাশ, কাইল মিলস সে স্বপ্নই দেখছেন-‘কোথাও না কোথাও ছেলেদের শুরু করতে হবে। আমরা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। যদিও এখানে এসে বেশকিছু ম্যাচ হেরেছি, তবুও ছেলেরা কিন্তু শিখেছে, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দারুণ একটি বছরের পর এভাবে শেষ করাটা নিউজিল্যান্ড ক্রিকেটকে ধাক্কা দিয়েছে, তবে আমরা কিন্তু ওয়ানডে ফরমেটের ক্রিকেটে দারুন একটি দল। যে ক’টি ভালো দল আছে, দ. আফ্রিকা এবং ইংল্যান্ড তাদের মধ্যে পড়বে, গত ১০ মাসের মধ্যে কিন্তু আমরা তাদের মাটিতে তাদেরকে হারিয়েছি। তবে ভুলে গেলে চলবে না, বিশ্বকাপ কিন্তু হবে ভিন্ন কন্ডিশনে, যথেষ্ট দ্রুত এবং বাউন্সি উইকেটে খেলতে হবে। যেখানে আমাদের ক্রিকেটাররা স্বাচ্ছন্দ বোধ করবে, বাংলাদেশের সঙ্গে তখনই কিন্তু তুলনা করা যাবে।’
বাংলাদেশ নিউজিল্যান্ড, ফতুল্লা
নিউজিল্যান্ড ইনিংস রান বল ৪ ৬
ডেভসিচ ক রাজ্জাক ব মাহমুদুল্লাহ ৪৬ ৩৮ ৮ ০
লাথাম ক মুশফিক ব রুবেল ৪৩ ৭৩ ০ ২
ইলিয়ট ক সোহাগ ব রাজ্জাক ৩ ৫ ০ ০
টেইলর অপরাজিত ১০৭ ৯৩ ৯ ৩
মুনরো ক মুশফিক ব মাহমুদুল্লাহ ৮৫ ৭৭ ৭ ২
অ্যান্ডারসন ক জিয়া ব সোহাগ ১ ৪ ০ ০
রোচি অপরাজিত ১৩ ১০ ২ ০
অতিরিক্ত : (লেবা ৩, ও ৬) ৯
মোট : (৫ উইকেট, ৫০ ওভার) ৩০৭
ব্যাট করেননি : এন ম্যাককালাম, মিলস, মিলনে, ম্যাকক্লেনান।
উইকেট পতন : ১-৬৬ (ডেভসিচ), ২-৮২ (ইলিয়ট), ৩-১০১ (লাথাম), ৪-২৩১ (মুনরো), ৫-২৩২ (অ্যান্ডারসন)।
বোলিং : মাশরাফি ৮-০-৭৩-০, রুবেল ৬-০-৩৮-১, সোহাগ ১০-০-৬৭-১, রাজ্জাক (৯-০-৫৭-১), নাসির ১০-১-৩৩-০, মাহমুদুল্লাহ ৭-০-৩৬-২।
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
শামসুর ক রোচি ব অ্যান্ডারসন ৯৬ ১০৭ ৭ ৪
জিয়া ক মিলনে ব ম্যাকক্লেনান ২২ ২০ ২ ২
মুমিনুল কট এন্ড বোল্ড ডেভসিচ ৩২ ৩৩ ৪ ০
মুশফিক ক টেইলর ক এন ম্যাককালাম ২ ৪ ০ ০
নাঈম রান আউট ৬৩ ৭৪ ৫ ০
নাসির অপরাজিত ৪৪ ৩৮ ৫ ১
মাহমুদুল্লাহ ক রোচি ব ম্যাকক্লেনান ১৬ ১৩ ১ ০
সোহাগ অপরাজিত ১১ ১০ ২ ০
অতিরিক্ত : (বা ৪, লেবা ৩, ও ৯, নো ৭) ২৩০৫
মোট : (৬ উইকেট, ৪৯.২ ওভার) ৩০৯
ব্যাট করেননি : মাশরাফি, রাজ্জাক, রুবেল।
উইকেট পতন : ১-৬১ (জিয়া), ২-১২৬ (মুমিনুল), ৩-১২৯ (মুশফিক), ৪-২০৪ (শামসুর), ৫-২৫৪ (নাঈম), ৬-২৮৯ (মাহমুদুল্লাহ)।
বোলিং : মিলস ৮-১-৫৫-০, মিলনে ৭-০-৪৬-০, ম্যাকক্লেনান ৯.২-০-৬৫-২, অ্যান্ডারসন ১০-০-৫৬-১, এন ম্যাককালাম ৮-০-৪৪-১, ডেভসিচ ৭-০-৩৬-১।
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শামসুর (বাংলাদেশ)
সিরিজ : বাংলাদেশ ৩-০ তে জয়ী।
ম্যান অব দ্য সিরিজ : মুশফিক (বাংলাদেশ)।
বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা, একবার নয়-দু’দুবার পেতে হলো নিউজিল্যান্ডকে, এবং তা উপর্যুপরি! ৩ বছরের ব্যবধানে দু’দুবার হোয়াইট ওয়াশ!! বিশ্বকাপের সর্বশেষ আসরের সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ডের জন্য কতটা লজ্জার, লজ্জাবনতভাবে সংবাদ সম্মেলনে এসে ভারপ্রাপ্ত অধিনায়ক কাইল মিলসের অভিব্যক্তি বলছে তা। ব্রান্ডন ম্যাককালাম ইনজুরিতে পড়ায় শেষ ২ ম্যাচে অধিনায়কত্ব করে এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ, তা অবলীলায় স্বীকার করেছেন কাইল মিলস-‘আমরা খুবই হতাশ, শুধু আজকের ম্যাচ নিয়ে নয়, পুরো সিরিজ নিয়েই। বিশেষ করে ৩-০তে হেরে যাব, এটা কখনোই ভাবিনি। বাংলাদেশ প্রত্যাশার চেয়ে বেশি ভালো খেলেছে আজ (গতকাল)।’ বাংলাদেশকে নিয়ে কোনো পরিকল্পনা খাটেনি, তাই ৩-০তে ওয়ানডে সিরিজ হেরে এখন লক্ষ্য তার অন্তত: একটি জয় নিয়ে দেশে ফেরা এবং তার জন্য বেছে নিয়েছেন সফরের একমাত্র অবশিষ্ট থাকা টি-২০ ম্যাচকে ঘিরে-‘যে কোনো সময়ে দল হেরে যাওয়া হতাশার, তা শুধু আমার একার ক্ষেত্রেই নয়, অন্য খেলোয়াড় এবং ম্যানেজমেন্টেরও। কারণ, আমরা সবাই এসেছিলাম জিততে। তবে এখন টি-২০’র জন্য বেশ ক’দিন সময় পাচ্ছি, এখন আমাদের লক্ষ্য শুধুই ওই ম্যাচকে ঘিরে।’
সিরিজের শেষ ম্যাচে ৩০৮ চেজ করে বাংলাদেশের জয়ে কাইল মিলস নিজেও অবাক। বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ ম্যাচ থেকে ছিটকে ফেলেছে নিউজিল্যান্ডকে, সেটাই মনে করছেন কিউই অধিনায়ক-‘আমরা যে টোটাল পেয়েছি, তা নিয়েই নির্ভার ছিলাম। বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ বেশি ভালো খেলে আমাদের হাত থেকে ম্যাচটি নিয়েছে।’ উপমহাদেশে ভালো দল নয়, কন্ডিশন এবং উইকেট নিউজিল্যান্ডের জন্য বাধা, এই পার্থক্যটা যারা নিরূপণ করেন, তাদের মনে করিয়ে দিয়েছেন কাইল মিলস নিকট অতীতে তাদের পারফরম্যান্সের কথা। নতুন বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্সের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছে, প্রতিপক্ষকে সে কৃতিত্ব দিতে ভুল করেননি তিনি-‘নিউজিল্যান্ড দল উপমহাদেশে খেলতে এসেছে ঠিকই, তবে আমরা এই উপমহাদেশ থেকেই কিন্তু বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছি, সেই অতীত খুব বেশি দিনের নয়, আমরা তা ভুলিনি। তাছাড়া অতীতে এই উপমহাদেশে আমাদের সাফল্য আছে। বাংলাদেশের বিপক্ষে গত ২টি সিরিজে শুধু আমরা মাথা নত করেছি। আসলেই তারা ব্যতিক্রর্মী খেলা খেলছে। গত ১০ বছরে তারা প্রকৃতই উন্নতি করেছে। গত সিরিজেও আমরা হেরেছি, তবে এটা ভীষণ হতাশার। ওই সিরিজের কথা মাথায় রেখে এই সিরিজে টার্গেট সেট করেছিলাম। বাংলাদেশকে নিয়ে আমরা যথেষ্ট সতর্কও ছিলাম। তবে এই কন্ডিশনে তারা বেশ ক’জন উঁচুমানের খেলোয়াড় পেয়েছে। তাদেরকে প্রশংসা করতেই হবে। বাংলাদেশের তরুণরা আসলেই হাত উঁচু করে খেলছে। টেস্টে তারা আসলেই ভালো খেলেছে এবং এই সিরিজের প্রতিটি ম্যাচেই তারা দারুণ করেছে। বিশেষ কেউ নয়, গত ম্যাচে বাংলাদেশের সবাই কিন্তু ভাগাভাগি করে রান করেছে। এই অল্পক’টি ম্যাচে তারা একটা দল হিসেবে খেলেছে।
ভেট্টরিহীন নিউজিল্যান্ড ভঙ্গুর একটি দল, টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও তা হাড়ে হাড়ে টের পেয়েছে নিউজিল্যান্ড, তা অস্বীকার করেননি মিলস-‘ভেট্টরিকে আমরা গত দু’তিন বছর ধরে মিস করছি। যখন সে আমাদের সঙ্গে থাকে, তখন ১১ জন এক হয়ে যায়। তারপরও অনেক সিরিজেই আমরা তাকে পাচ্ছি না। একটি কথা মনে আছে, শেন বন্ড যখন ইনজুরিতে পড়ল, তখন ক্রিকেট থেকে আমাদের হারিয়ে যাওয়ার কথা। তখন কিন্তু আমরা প্রচুর ম্যাচ জিতেছি।’
এক সময় বাংলাদেশ এক একটি ম্যাচ, এক একটি সিরিজ হারের পর খুঁজত ইতিবাচক দিক। এখন বদলে গেছে দিন। বাংলাদেশ যেখানে দারুন অর্জনে হতে পারছে না তৃপ্ত, ভুলগুলো শুধরে ফেলার কথা ভাবছে, সেখানে ব্যর্থতায় মোড়া বাংলাদেশ সফরে ইতিবাচক কিছু আবিষ্কার করেছেন কাইল মিলস-‘এই সফরে বেশ কিছু ইতিবাচক দিক আছে। রস টেলরের আজকের ইনিংসে জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি জাত ক্রিকেটার। ল্যাথাম এবং কলিন মুনরো ও সুযোগকে কাজে লাগিয়েছে। পুরো সিরিজ জুড়ে কোরে এন্ডারসন এবং জেমস নিশান হাত উঁচু করে খেলেছে। তরুনরাই নিউজিল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিবে, ১৫ মাসের মধ্যে সে সুফল পাওয়া যাবে।’
দারুণভাবে ওয়ানডে ফরমেটের ক্রিকেট এ বছর শুরু করে শেষটা হয়েছে হতাশায়। তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডের সংকল্প ২০১৫ বিশ্বকাপে ঘুরে দাঁড়ানো দলে আত্মপ্রকাশ, কাইল মিলস সে স্বপ্নই দেখছেন-‘কোথাও না কোথাও ছেলেদের শুরু করতে হবে। আমরা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। যদিও এখানে এসে বেশকিছু ম্যাচ হেরেছি, তবুও ছেলেরা কিন্তু শিখেছে, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দারুণ একটি বছরের পর এভাবে শেষ করাটা নিউজিল্যান্ড ক্রিকেটকে ধাক্কা দিয়েছে, তবে আমরা কিন্তু ওয়ানডে ফরমেটের ক্রিকেটে দারুন একটি দল। যে ক’টি ভালো দল আছে, দ. আফ্রিকা এবং ইংল্যান্ড তাদের মধ্যে পড়বে, গত ১০ মাসের মধ্যে কিন্তু আমরা তাদের মাটিতে তাদেরকে হারিয়েছি। তবে ভুলে গেলে চলবে না, বিশ্বকাপ কিন্তু হবে ভিন্ন কন্ডিশনে, যথেষ্ট দ্রুত এবং বাউন্সি উইকেটে খেলতে হবে। যেখানে আমাদের ক্রিকেটাররা স্বাচ্ছন্দ বোধ করবে, বাংলাদেশের সঙ্গে তখনই কিন্তু তুলনা করা যাবে।’
বাংলাদেশ নিউজিল্যান্ড, ফতুল্লা
নিউজিল্যান্ড ইনিংস রান বল ৪ ৬
ডেভসিচ ক রাজ্জাক ব মাহমুদুল্লাহ ৪৬ ৩৮ ৮ ০
লাথাম ক মুশফিক ব রুবেল ৪৩ ৭৩ ০ ২
ইলিয়ট ক সোহাগ ব রাজ্জাক ৩ ৫ ০ ০
টেইলর অপরাজিত ১০৭ ৯৩ ৯ ৩
মুনরো ক মুশফিক ব মাহমুদুল্লাহ ৮৫ ৭৭ ৭ ২
অ্যান্ডারসন ক জিয়া ব সোহাগ ১ ৪ ০ ০
রোচি অপরাজিত ১৩ ১০ ২ ০
অতিরিক্ত : (লেবা ৩, ও ৬) ৯
মোট : (৫ উইকেট, ৫০ ওভার) ৩০৭
ব্যাট করেননি : এন ম্যাককালাম, মিলস, মিলনে, ম্যাকক্লেনান।
উইকেট পতন : ১-৬৬ (ডেভসিচ), ২-৮২ (ইলিয়ট), ৩-১০১ (লাথাম), ৪-২৩১ (মুনরো), ৫-২৩২ (অ্যান্ডারসন)।
বোলিং : মাশরাফি ৮-০-৭৩-০, রুবেল ৬-০-৩৮-১, সোহাগ ১০-০-৬৭-১, রাজ্জাক (৯-০-৫৭-১), নাসির ১০-১-৩৩-০, মাহমুদুল্লাহ ৭-০-৩৬-২।
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
শামসুর ক রোচি ব অ্যান্ডারসন ৯৬ ১০৭ ৭ ৪
জিয়া ক মিলনে ব ম্যাকক্লেনান ২২ ২০ ২ ২
মুমিনুল কট এন্ড বোল্ড ডেভসিচ ৩২ ৩৩ ৪ ০
মুশফিক ক টেইলর ক এন ম্যাককালাম ২ ৪ ০ ০
নাঈম রান আউট ৬৩ ৭৪ ৫ ০
নাসির অপরাজিত ৪৪ ৩৮ ৫ ১
মাহমুদুল্লাহ ক রোচি ব ম্যাকক্লেনান ১৬ ১৩ ১ ০
সোহাগ অপরাজিত ১১ ১০ ২ ০
অতিরিক্ত : (বা ৪, লেবা ৩, ও ৯, নো ৭) ২৩০৫
মোট : (৬ উইকেট, ৪৯.২ ওভার) ৩০৯
ব্যাট করেননি : মাশরাফি, রাজ্জাক, রুবেল।
উইকেট পতন : ১-৬১ (জিয়া), ২-১২৬ (মুমিনুল), ৩-১২৯ (মুশফিক), ৪-২০৪ (শামসুর), ৫-২৫৪ (নাঈম), ৬-২৮৯ (মাহমুদুল্লাহ)।
বোলিং : মিলস ৮-১-৫৫-০, মিলনে ৭-০-৪৬-০, ম্যাকক্লেনান ৯.২-০-৬৫-২, অ্যান্ডারসন ১০-০-৫৬-১, এন ম্যাককালাম ৮-০-৪৪-১, ডেভসিচ ৭-০-৩৬-১।
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শামসুর (বাংলাদেশ)
সিরিজ : বাংলাদেশ ৩-০ তে জয়ী।
ম্যান অব দ্য সিরিজ : মুশফিক (বাংলাদেশ)।
Post a Comment