[Featured Post][featured][recent][5]

জনপ্রিয় পোস্ট

মারিয়ানা’স ওয়েব কি? ইন্টারনেট এর এই সবচেয়ে রহস্যময় ও অন্ধকার স্থান সম্পর্কে জানুন

অনেকেই হয়ত মারিয়ানা'স ওয়েব এর নাম শুনেছেন; আবার অনেকে হয়ত শুনেন নি। মারিয়ানা'স ওয়েব আসলে কি? আমরা কি মারিয়ানা'স ওয়েব সার্ফ ক...

আমরা সংলাপে বসতে চাই, এবার উদ্যোগ আপনাদের নিতে হবে সুরঞ্জিত
স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের উদ্দেশে বলেছেন, অযৌক্তিক আন্দোলন করে আগামী নির্বাচন ঠেকানো যাবে না। সঙ্কট নিরসনের সদিচ্ছা থাকলে আন্দোলন কর্মসূচি বাতিল বা স্থগিত করে খোলা মনে সংলাপে আসতে হবে। আমরা সংলাপে বসতে চাই, কিন্তু এবার উদ্যোগ আপনাদেরই নিতে হবে। কোন দল অংশগ্রহণ না করলে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কর্মসূচী বা ‘আল্টিমেটাম’ দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। বরং এর ফলে রাজনীতি অস্থিতিশীল হবে। আপনাদের জনবিচ্ছিন্নতা বাড়বে। তিনি বলেন, নির্বাচন করব না এটা গণতান্ত্রিক সংস্কৃতিতে কোন গ্রহণযোগ্য প্রস্তাব নয়। কোন রাজনৈতিক দল যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে যেতে না চায়, তাহলে সেই দলকে জোরজবরদস্তির মাধ্যমে নির্বাচনে নেয়ার কোন ব্যবস্থা কোন গণতান্ত্রিক দেশে নেই। বিএনপির কোন কর্মসূচীই সরকারকে নির্বাচনের পথ থেকে টলাতে পারবে না।
তিনি বলেন, আগামী ২৪ জানুয়ারি এ সরকারের মেয়াদ শেষ হবে। নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা গঠনের বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ারে। আর সংলাপ মানে নির্দেশমূলক কোন অবস্থান নয়। সংলাপ মানে সমঝোতা। আমাদের সেই আহ্বান এখনও বহাল রয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া, বাংলাদেশের সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, জাসদের ঢাকা মহানগরের সভাপতি মীর হোসেন আখতার, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
নির্বাচনে না এলে বিএনপি হবে মুসলিম লীগ- দিলীপ বড়ুয়া ॥ শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদের পরিণতি হবে মুসলিম লীগের মতো। হুমকি-ধমকি, হরতাল-অবরোধ দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। সংবিধান থেকে এক চুলও বর্তমান সরকার নড়বে না।
শুক্রবার শাহবাগের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য এবং তাদের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য হরতালের নামে জ্বালাও-পোড়াও করে আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। তিনি বলেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন তাই তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছেন। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে বিএনপির সকল ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংগঠনের ঢাকা বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক ফেরদৌস খান আলমগীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফজলুল হক, সহকারী এ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান প্রমুখ।

Post a Comment