[Featured Post][featured][recent][5]

জনপ্রিয় পোস্ট

মারিয়ানা’স ওয়েব কি? ইন্টারনেট এর এই সবচেয়ে রহস্যময় ও অন্ধকার স্থান সম্পর্কে জানুন

অনেকেই হয়ত মারিয়ানা'স ওয়েব এর নাম শুনেছেন; আবার অনেকে হয়ত শুনেন নি। মারিয়ানা'স ওয়েব আসলে কি? আমরা কি মারিয়ানা'স ওয়েব সার্ফ ক...

কানাডার আদালতে ফের পেছাল পদ্মা সেতু দুর্নীতি মামলা
জাকি উদ্দিন, টরন্টো থেকে ॥ কানাডার প্রাদেশিক সর্বোচ্চ আদালত অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে পদ্মা সেতু দুর্নীতির মামলার জুডিশিয়াল প্রিট্রায়ালের তারিখ পঞ্চমবারের মতো পেছাল। নতুন তারিখ আগামী ১০ জানুয়ারি সকাল সাড়ে নয়টায়।
কোর্টে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর আইনজীবী ব্রায়েন গ্রীনস্পেন এবং জুলফিকার আলী ভুঁইয়ার আইনজীবী ফ্রাঙ্ক আডারিও উপস্থিত ছিলেন। কিন্তু ব্রায়েন এবং ফ্রাঙ্ক তাঁদের মক্কেলদের বিষয়ে কোন বক্তব্য দেননি। এ সময় কোর্টে উপস্থিত ছিলেন অপর দুই প্রসিকিউটর তানিত জিলিয়াম ও এ-্র ওয়াইজ আর অভিযুক্ত পাঁচ আসামির মাঝে একমাত্র মোহাম্মদ ইসমাইল।
কোর্টে কানাডা সরকারের পক্ষে এক কাউন্টের ‘করাপশন অব ফরেন পাবলিক অফিসিয়াল এ্যাক্টের ৩(১)(বি) লঙ্ঘনের দায়ে পাঁচ আসামির বিরুদ্ধে দাখিলকৃত চার্জশীটটি বিচারকের সমীপে উপস্থাপন করা হয়। স্থানীয় সময় সকাল ১০টায় মাত্র পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানিতে কেভিন ওয়ালেসের আইনজীবী স্কট ফিন্টন তাঁর মক্কেলের পক্ষে যুক্তিমূলক বক্তব্য রাখেন। তার কাউন্টার দেয়ার জন্য রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের আইনজীবী ডেভিড বি. কাজিনস এবং ক্যাথরিন ওয়েলস বক্তব্য দেন।
মামলার প্রসিকিউটর রিচার্ড রয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, মামলার স্বার্থে দুদক এই মামলার আলামত বা সংশ্লিষ্ট কোন ডকুমেন্ট পাবে না, আপাতত তা সম্ভব নয়। যা প্রসিকিউটর দুদক উপদেষ্টা আনিসুল হককেও তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ফলে আবারও আনিসুল হককে কানাডা থেকে শূন্য হাতে ফিরে যেতে হয়েছে আমেরিকায়, মেয়ের কাছে।

Post a Comment