ইসরাইল ১৯৭১ সালে গোপনে, অস্ত্র এবং প্রশিক্ষক ভারতকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য সরবরাহ করে।
মার্কিন সাংবাদিক গ্যারি ব্যাসের ‘দ্য ব্ল্যাড টেলিগ্রাম’ বইটিতে এ সাড়া জাগানো তথ্যটি উঠে এসেছে। খবর পিটিআই, টিএনএন, জিনিউজ-রা সূত্র জানায়, ব্ল্যাড টেলিগ্রাম বইটিতে ভারত এবং ইসরাইলের মধ্যকার প্রথম সামরিক সহযোগিতার বিষয়টি প্রকাশ পায়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রধান সেক্রেটারি রাষ্ট্রদূত পিএন হাকসারের লেখা থেকে উদ্ধৃতি দিয়ে ব্যাস জানায়, পূর্ব পাকিস্তানে হস্তক্ষেপ করার জন্য ভারতের প্রয়াস ইসরাইলের এ সাহায্যে অনেকখানি সফল হয়।
যদিও নয়াদিল্লির সঙ্গে তেল আবিবের কোনরূপ কূটনৈতিক সম্পর্ক তখনও ছিল না। এমনকি পিএন হাকসার এবং ভারতের নেতৃত্ব এ ধরনের সম্পর্কের ব্যাপারে উদাসীন ছিলেন। বইয়ে উদ্ধৃতি দেয়া হয়েছে এভাবে জুলাই (১৯৭১), ইসরাইলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার ইসরাইলের অস্ত্র প্রস্তুতকারকদের মাধ্যমে ভারতকে মর্টার, গোলাবারুদ এবং কিছু সংখ্যক প্রশিক্ষক পাঠান। যখন হাকসার ইসরাইলকে আরও সহায়তার প্রদানের জন্য অনুরোধ করেন, মেয়ার সহায়তা দেয়ার আশ্বাস দেন। ব্যাস তার বইয়ের তথ্যপুঞ্জি হিসেবে দিল্লির লাইব্রেরি এবং নেহরু মেমোরিয়াল মিউজিয়ামে সংরক্ষিত, হাকসারের নিজের লেখা রেকর্ড বইয়ের কথা উল্লেখ করেন।
মার্কিন সাংবাদিক গ্যারি ব্যাসের ‘দ্য ব্ল্যাড টেলিগ্রাম’ বইটিতে এ সাড়া জাগানো তথ্যটি উঠে এসেছে। খবর পিটিআই, টিএনএন, জিনিউজ-রা সূত্র জানায়, ব্ল্যাড টেলিগ্রাম বইটিতে ভারত এবং ইসরাইলের মধ্যকার প্রথম সামরিক সহযোগিতার বিষয়টি প্রকাশ পায়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রধান সেক্রেটারি রাষ্ট্রদূত পিএন হাকসারের লেখা থেকে উদ্ধৃতি দিয়ে ব্যাস জানায়, পূর্ব পাকিস্তানে হস্তক্ষেপ করার জন্য ভারতের প্রয়াস ইসরাইলের এ সাহায্যে অনেকখানি সফল হয়।
যদিও নয়াদিল্লির সঙ্গে তেল আবিবের কোনরূপ কূটনৈতিক সম্পর্ক তখনও ছিল না। এমনকি পিএন হাকসার এবং ভারতের নেতৃত্ব এ ধরনের সম্পর্কের ব্যাপারে উদাসীন ছিলেন। বইয়ে উদ্ধৃতি দেয়া হয়েছে এভাবে জুলাই (১৯৭১), ইসরাইলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার ইসরাইলের অস্ত্র প্রস্তুতকারকদের মাধ্যমে ভারতকে মর্টার, গোলাবারুদ এবং কিছু সংখ্যক প্রশিক্ষক পাঠান। যখন হাকসার ইসরাইলকে আরও সহায়তার প্রদানের জন্য অনুরোধ করেন, মেয়ার সহায়তা দেয়ার আশ্বাস দেন। ব্যাস তার বইয়ের তথ্যপুঞ্জি হিসেবে দিল্লির লাইব্রেরি এবং নেহরু মেমোরিয়াল মিউজিয়ামে সংরক্ষিত, হাকসারের নিজের লেখা রেকর্ড বইয়ের কথা উল্লেখ করেন।
Post a Comment