স্নোডেনের সাক্ষাৎ পেতে আগ্রহী জার্মান সরকার
স্নোডেনের সাক্ষাৎ পেতে আগ্রহী জার্মান সরকার ইনকিলাব ডেস্ক : জার্মান সরকার বলেছে, তারা যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) গুপ্তচরবৃত্তি নিয়ে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে সরাসরি কথা শুনতে আগ্রহী। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স-পিটার ফ্রেডরিক বলেন, স্নোডেন আমাদেরকে তথ্য দিতে চান- বার্তাটি এমন হলে আমরা খুশি হয়ে তা গ্রহণ করব। স্নোডেনের আইনজীবী বলেছেন, স্নোডেন আড়ি পাতার বিষয়ে সরকারি কৌঁসুলিদের প্রশ্নের জবাব দিতে জার্মানি যেতে পারবেন না। তবে জার্মানির কৌঁসুলিরা মস্কোয় তার সঙ্গে বৈঠক করতে পারবেন। রয়টার্স। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতা কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ির পর্যা য়ে চলে গেছে বলে স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ভবিষ্যতে এনএসএ’র এরকম বাড়াবাড়ি ঠেকানোর জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কাজ করে যাবেন বলেও জানিয়েছেন কেরি। যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা তথ্য ফাঁস করে গত জুনে রাশিয়ায় পালিয়ে যান স্নোডেন। পরে তাকে সাময়িক আশ্রয় দিয়ে রেখেছে রাশিয়া। বিবিসি জানায়, এ পরিস্থিতির মধ্যে মস্কোয় আকস্মিকভাবে তার সঙ্গে দেখা করেন জার্মানির গ্রিন এমপি হ্যান্স-ক্রিশ্চিয়ান স্ট্রোয়েবেলে। আর ওই সময়ই তিনি এনএসএ’র গুপ্তচরবৃত্তি নিয়ে জার্মান সরকারকে ব্রিফিং দেয়ার ব্যাপারে স্নোডেনের প্রস্তুতির বিষয়টি জানতে পারেন। একটি চিঠিতে স্নোডেন তার এ অবস্থান জানান দিয়েছেন। চিঠিটি গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেখিয়েছেন স্টোয়েবেলে।
Post a Comment