সংঘর্ষ বোমাবাজি ভাংচুর আগুন
হরতালের প্রথম দিন বিভিন্ন স্থানে আহত দেড় শতাধিক, গ্রেফতার শতাধিক
ইত্তেফাক ডেস্ক
হরতালের প্রথম দিন গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সরকারি কর্মচারী, আইনজীবী, যাত্রী-পথচারীসহ দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ নাশকতায় জড়িত সন্দেহে ১৮ দলীয় জোটের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
হরতাল চলাকালে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এম্বুল্যান্স, সংবাদপত্রবাহী গাড়িসহ অসংখ্য যানবাহন ভাংচুর করা হয়। টঙ্গীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। কয়েকটি স্থানে রেললাইনে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। গফরগাঁওয়ে পেট্রোল ঢেলে ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করে তারা। বগুড়ায় আদালতের বারান্দায় ককটেল নিক্ষেপ, সাতক্ষীরায় বিচারকের কক্ষের জানালার কাচ ভাংচুর করে হরতাল সমর্থকরা। এছাড়া হরতাল চলাকালে অনেক স্থানে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের ওপর প্রতিপক্ষের হামলার ঘটনাও ঘটেছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নারায়ণগঞ্জ:ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে আগুন, ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকাতে ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। নগর ভবনের সামনে মিছিলকারীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। যুবদলের লোকজন শহরের গলাচিপা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া পিকেটাররা উকিলপাড়া, গলাচিপা এলাকায় প্রচুর ককটেল ও হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):বিশ্বরোড-কাঞ্চন-ভুলতা সড়কের গুতিয়াব এলাকায় উপজেলা যুবদল ৬-৭টি যানবাহন ভাংচুর ও টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ এসে হরতালকারীদের লাঠিপেটা করলে ১০ নেতাকর্মী আহত হন।
টঙ্গী:সকালে একটি বাসে অগ্নিসংযোগসহ বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। আগুনে বাসের অর্ধাংশ পুড়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন আশরাফ সেতু এলাকায় বলাকা সার্ভিসের ওই বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৫-৬ জন আহত হন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া:হরতাল চলাকালে জেলা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা সোয়া ১২টার দিকে কে বা কারা পরপর ২টি ককটেল নিক্ষেপ করে। ককটেল ২টি আদালতের বারান্দার সামনে বিস্ফোরিত হয়। এসময় সেখানে দ্্াঁড়িয়ে থাকা সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) আব্দুস সালেক ককটেলের আঘাতে আহত হন। ককটেলের স্প্লিন্টারের আঘাতে তার পেটে জখম হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ককটেল বিস্ফোরণে পরপর আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
যশোর:জেলা হাসপাতালে স্বজনকে দেখতে যাওয়ার পথে বোমার আঘাতে আহত হলেন এক যুবক। হরতাল চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় এ ঘটনা ঘটে। আহত মোস্তাক ফিরোজ বাবু (৩০) শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার সাঈদ মোল্লার ছেলে। তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরশুরাম (ফেনী): জেলায় ছাত্র শিবিরের সাথে ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে এক আইনজীবীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ১ শিবির কর্মীকে আটক করলে ভ্রাম্যমাণ আদালতে বিচারক সুবর্ণা সরকার তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আহত আইনজীবী মাসুদকে প্রাইভেট ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে।
গফরগাঁও (ময়মনসিংহ): উপজেলায় শিবগঞ্জ রেল ক্রসিংয়ে সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে পিকেটাররা। যুবদলের নেতাকর্মীরা রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে রেললাইনে আগুন লাগিয়ে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন প্রায় ৪৫ মিনিট আটকে রাখে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ রোড এলাকায় ঔষধ ভর্তি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এছা্ড়াও উপজেলার বিভিন্ন সড়কে পিকেটাররা ১০টি গাড়ি ভাংচূর করে। এসব ঘটনায় ট্রাক ড্রাইভার জাহাঙ্গীরসহ ২ জন আহত হন।
সাতক্ষীরা:দুপুরে হরতাল সমর্থনে শহরে মিছিল করার সময় হরতাল সমর্থকরা ইটপাটকেল ছুঁড়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাসের খাস কামরার একটি জানালার গ্লাস ভাংচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। সাতক্ষীরা কোর্ট ইন্সপেকটর রতন শেখ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সকালে সদর থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুত্ফর রহমান বাড়ি থেকে শহরে আসার পথে লাবসা এলাকায় আ'লীগ কর্মীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। উপজেলার খানপুরে ভোরে দুর্বৃত্তরা ওয়ার্ড আ'লীগ সভাপতি আকতারুজ্জামানের দোকান পুড়িয়ে দিয়েছে।
রংপুর:যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ, খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে জেলায় হরতাল পালিত হচ্ছে। নাশকতার অভিযোগে সোমবার রাত থেকে গতকাল পর্যন্ত জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জিয়ানগর (পিরোজপুর): হরতাল সমর্থকরা জিয়ানগর-বালিপাড়ার চন্ডিপুর সড়কের কয়েকটি স্পটে গাছ ফেলে ও রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ভোরে বালপিড়ার সপোই বাড়ীতে ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসরি সপোই ও শ্রমীকলীগ নেতা আলমগীর সপোই ও মুক্তিযোদ্ধা কালাম সপোইর ঘরে ইট পাটকেল নিক্ষেপ করে হরতালকারীরা। পরে পুলিশ আসলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
পিরোজপুর:জেলায় টগড়া ফেরীঘাট মোড়ে দু'টি অটোরিক্সা, একটি টেম্পু, রানিপুর এলাকায় দু'টি মটর সাইকেল ভাংচুর করেছে হরতালকারীরা। বলেশ্বর ব্রীজ এলাকায় পিকেটিং করার সময় পুলিশ দু'ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে। এদিকে, হরতালে আগের রাতে সদর উপজেলার জুজখোলা বাজারে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও বাজারের দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুরুতর আহত শ্যামলী বেগম, মুকুল সেখ, গাউস সেখ ও হুমায়ুন সিকদারকে বাগেরহাটের কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ১৮ দলের ১৪ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে। শহরে বিজিবি, র্যাব ও পুলিশ টহল দিচ্ছে।
পটুয়াখালী: উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬৪ জন আহত হয়েছে। হরতাল সমর্থকরা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ৭টি দোকান ভাংচুর করেছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জের): গোবরাতলা ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার আব্দুস সোবহান (৫০) সকালে কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার চককির্তি ইউনিয়নের লাওঘাট্টা বারোম্যাসা ব্রিজ এলাকায় হরতাল সমর্থকদের হামলার শিকার হয়েছেন। এ সময় পিকেটাররা তার মোটরসাইকেল ভাংচুর করে আগুন দেয়। পিকেটাররা তাকে আঘাত করলে তার পা ভেঙ্গে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর: উত্তর তেহমুনী ও দক্ষিণ তেহমুনী এলাকায় ১৮ দলীয় জোটের মিছিল থেকে ১০/১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয়। সকালে জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে জামায়াত-শিবিরের হামলায় ইত্তেফাকের কমলনগর উপজেলা সংবাদদাতা আবদুল মজিদ আহত হয়েছেন। দুপুরে একই বাজারে জামায়াত-শিবির ক্যাডাররা লোহার রড দিয়ে পিটিয়ে উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলামকে আহত করে। এদিকে রামগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
মেহেরপুর: রাজনগরে পুলিশের বাধার মুখে ১০/১২টি ককটেল বিষ্ফোরণ ঘটায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। কেউ হতাহত হয়নি।
কাউখালী (রাঙ্গামাটি): উপজেলা সদরে হরতাল চলাকালে যুবলীগ যুবদল সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সকালে ঘিলাছড়ি সড়কের শামুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী): উপজেলার পাঁচগাঁও বাজারে চাটখিল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোরশেদ আলমের ঔষধ দোকানে হামলা ভাংচুর ও প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হরতাল সমর্থকরা।
লাকসাম (কুমিল্লা): উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেনকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত মনিরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: সকাল ১০টার দিকে শহরের কলেজপাড়া সংলগ্ন রেললাইনে টায়ারে আগুন দেয় পিকেটাররা। খবর পেয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। এদিকে জেলার বিজয়নগরে শ্রমিকদের হামলায় ৫ বিএনপি কর্মী হয়েছেন।
ময়মনসিংহ: হরতাল সমর্থনে জেলায় সড়কে আগুন ৫/৬টি অটোরিকশা ভাংচুর ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে পিকেটাররা।
দিনাজপুর: জেলায় ১টি এ্যাম্বুলেন্সসহ ৯টি যানবাহন ভাংচুর করেছে পিকেটাররা। এ সময় পুলিশ ১২ জনকে গ্রেফতার করে।
গাজীপুর: রাতে জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় গাজীপুর-ঢাকা সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের কয়েকটি সিট (আসন) পুড়ে গেছে।
ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় নিরাপদ পরিবহন ও কালামপুর এলাকায় গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিক বহনকারী পল্লী সেবা বাসে রবিবার রাতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ ১১ জনকে আটক করেছে। এ ঘটনায় ধামরাই থানার এস আই আবুল বাশার বাদি হয়ে বিরোধী জোটের ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে গতকাল মামলা করেছেন।
বরিশাল:নগরীর হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার পথে পুলিশ ১৮ দলের ১৩ নেতাকর্মীকে আটক করেছে। বিকালে হরতালের সমর্থনে নগরীতে জেলা ও মহানগর বিএনপি এই মিছিল বের করে।
রাজীবপুর (কুড়িগ্রাম): জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হরতালকারীরা সংবাদপত্রবাহী গাড়ির ব্যানার ছিঁলে ফেলে এবং গাড়ি থেকে কয়েকটি পত্রিকার প্যাকেট নামিয়ে নেয়। গাড়িটি শেরপুর থেকে পত্রিকা নিয়ে রৌমারীতে যাচ্ছিল।
চাঁদপুর: সকালে চাঁদপুর-রায়পুর সড়কে টোলঘর এলাকায় হরতাল সমর্থকরা রেললাইনে টায়ারে আগুন দেয়। একই সময় বাগাদী নিজ গাছতলা এলাকায় চাঁদপুর-রায়পুর সড়কে গাছ কেটে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে তারা। পুলিশ এসে উভয় স্থানে ধাওয়া করলে পিকেটাররা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ৪ জনকে আটক করে পুলিশ।
মুন্সীগঞ্জ: সদরের সিপাহীপড়া চৌরাস্তায় একটি ট্রাক ও ২টি অটোরিকশা ভাংচুর করে পিকেটাররা। ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল ছিল সীমিত।
শ্রীপুর (গাজীপুর): শ্রীপুর-কাপাসিয়া সড়কে কাইচ্চাবাড়ী এলাকায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা গাছ কেটে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ পিকেটার সন্দেহে পটকা কালার ভিটা হামিউছ সুন্নাহ কওমি মাদরাসার অধ্যক্ষ মাও: সাইফুল ইসলাম, শিক্ষক এনামুল, রাশিদুল, সাইফুল, শামিম, আরিফ, রমজান আলী, আ: রহমানও আরিফুলকে মাদ্রাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের ছেড়ে দেয়।
কালিয়াকৈর (গাজীপুর): উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. হিরু মিয়ার প্রাইভেটকারে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হিরু মিয়া জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার মৌচাক থেকে (ঢাকা মেট্রো গ ২৭-৩৯৪৬) প্রাইভেটকার যোগে আওয়ামী লীগ কার্যালয়ে আসার পথে কালিয়াকৈর ট্রাক স্টেশনে হামলা চালিয়ে তার গাড়ি ভাংচুর করা হয়। এসময় হরতাল সমর্থকরা চালক মো. জামাল হোসেনকে মারধর করে তার কাছ থেকে প্রাইভেটকারের চাবি ছিনিয়ে নেয়। এ ব্যাপারে হিরু মিয়া কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।
নেত্রকোনা : শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত দত্ত উচ্চ বিদ্যালয় সড়কের মধ্যস্থলে সন্ধ্যায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ককটেল বিস্ফোরণে ৫ পথচারী আহত হয়েছেন। আহতরা হলেন মহব্বত আলী (৪৫), নয়ন পাল (২৫), শপিকুল ইসলাম (৪৫), আল-মামুন (৪২) ও সুমন পাল (২৬)। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিকেটিংয়ের নামে ছিনতাই!
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, হরতালে পিকেটিংয়ের নামে ব্যবসায়ীসহ ৩ জনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার তেতুলিয়া-মাইজবাড়ি সড়কের উথুরী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গফরগাঁও বাজারের ব্যবসায়ী রুমান আহমেদসহ তিনজনকে আটকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ২০/২৫ হাজার টাকা ও তাদের মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
হরতালের প্রথম দিন বিভিন্ন স্থানে আহত দেড় শতাধিক, গ্রেফতার শতাধিক
ইত্তেফাক ডেস্ক
হরতালের প্রথম দিন গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সরকারি কর্মচারী, আইনজীবী, যাত্রী-পথচারীসহ দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ নাশকতায় জড়িত সন্দেহে ১৮ দলীয় জোটের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
হরতাল চলাকালে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এম্বুল্যান্স, সংবাদপত্রবাহী গাড়িসহ অসংখ্য যানবাহন ভাংচুর করা হয়। টঙ্গীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। কয়েকটি স্থানে রেললাইনে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। গফরগাঁওয়ে পেট্রোল ঢেলে ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করে তারা। বগুড়ায় আদালতের বারান্দায় ককটেল নিক্ষেপ, সাতক্ষীরায় বিচারকের কক্ষের জানালার কাচ ভাংচুর করে হরতাল সমর্থকরা। এছাড়া হরতাল চলাকালে অনেক স্থানে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের ওপর প্রতিপক্ষের হামলার ঘটনাও ঘটেছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নারায়ণগঞ্জ:ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে আগুন, ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকাতে ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। নগর ভবনের সামনে মিছিলকারীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। যুবদলের লোকজন শহরের গলাচিপা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া পিকেটাররা উকিলপাড়া, গলাচিপা এলাকায় প্রচুর ককটেল ও হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):বিশ্বরোড-কাঞ্চন-ভুলতা সড়কের গুতিয়াব এলাকায় উপজেলা যুবদল ৬-৭টি যানবাহন ভাংচুর ও টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ এসে হরতালকারীদের লাঠিপেটা করলে ১০ নেতাকর্মী আহত হন।
টঙ্গী:সকালে একটি বাসে অগ্নিসংযোগসহ বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। আগুনে বাসের অর্ধাংশ পুড়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন আশরাফ সেতু এলাকায় বলাকা সার্ভিসের ওই বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৫-৬ জন আহত হন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া:হরতাল চলাকালে জেলা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা সোয়া ১২টার দিকে কে বা কারা পরপর ২টি ককটেল নিক্ষেপ করে। ককটেল ২টি আদালতের বারান্দার সামনে বিস্ফোরিত হয়। এসময় সেখানে দ্্াঁড়িয়ে থাকা সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) আব্দুস সালেক ককটেলের আঘাতে আহত হন। ককটেলের স্প্লিন্টারের আঘাতে তার পেটে জখম হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ককটেল বিস্ফোরণে পরপর আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
যশোর:জেলা হাসপাতালে স্বজনকে দেখতে যাওয়ার পথে বোমার আঘাতে আহত হলেন এক যুবক। হরতাল চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় এ ঘটনা ঘটে। আহত মোস্তাক ফিরোজ বাবু (৩০) শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার সাঈদ মোল্লার ছেলে। তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরশুরাম (ফেনী): জেলায় ছাত্র শিবিরের সাথে ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে এক আইনজীবীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ১ শিবির কর্মীকে আটক করলে ভ্রাম্যমাণ আদালতে বিচারক সুবর্ণা সরকার তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আহত আইনজীবী মাসুদকে প্রাইভেট ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে।
গফরগাঁও (ময়মনসিংহ): উপজেলায় শিবগঞ্জ রেল ক্রসিংয়ে সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে পিকেটাররা। যুবদলের নেতাকর্মীরা রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে রেললাইনে আগুন লাগিয়ে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন প্রায় ৪৫ মিনিট আটকে রাখে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ রোড এলাকায় ঔষধ ভর্তি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এছা্ড়াও উপজেলার বিভিন্ন সড়কে পিকেটাররা ১০টি গাড়ি ভাংচূর করে। এসব ঘটনায় ট্রাক ড্রাইভার জাহাঙ্গীরসহ ২ জন আহত হন।
সাতক্ষীরা:দুপুরে হরতাল সমর্থনে শহরে মিছিল করার সময় হরতাল সমর্থকরা ইটপাটকেল ছুঁড়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাসের খাস কামরার একটি জানালার গ্লাস ভাংচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। সাতক্ষীরা কোর্ট ইন্সপেকটর রতন শেখ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সকালে সদর থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুত্ফর রহমান বাড়ি থেকে শহরে আসার পথে লাবসা এলাকায় আ'লীগ কর্মীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। উপজেলার খানপুরে ভোরে দুর্বৃত্তরা ওয়ার্ড আ'লীগ সভাপতি আকতারুজ্জামানের দোকান পুড়িয়ে দিয়েছে।
রংপুর:যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ, খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে জেলায় হরতাল পালিত হচ্ছে। নাশকতার অভিযোগে সোমবার রাত থেকে গতকাল পর্যন্ত জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জিয়ানগর (পিরোজপুর): হরতাল সমর্থকরা জিয়ানগর-বালিপাড়ার চন্ডিপুর সড়কের কয়েকটি স্পটে গাছ ফেলে ও রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ভোরে বালপিড়ার সপোই বাড়ীতে ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসরি সপোই ও শ্রমীকলীগ নেতা আলমগীর সপোই ও মুক্তিযোদ্ধা কালাম সপোইর ঘরে ইট পাটকেল নিক্ষেপ করে হরতালকারীরা। পরে পুলিশ আসলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
পিরোজপুর:জেলায় টগড়া ফেরীঘাট মোড়ে দু'টি অটোরিক্সা, একটি টেম্পু, রানিপুর এলাকায় দু'টি মটর সাইকেল ভাংচুর করেছে হরতালকারীরা। বলেশ্বর ব্রীজ এলাকায় পিকেটিং করার সময় পুলিশ দু'ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে। এদিকে, হরতালে আগের রাতে সদর উপজেলার জুজখোলা বাজারে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও বাজারের দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুরুতর আহত শ্যামলী বেগম, মুকুল সেখ, গাউস সেখ ও হুমায়ুন সিকদারকে বাগেরহাটের কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ১৮ দলের ১৪ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে। শহরে বিজিবি, র্যাব ও পুলিশ টহল দিচ্ছে।
পটুয়াখালী: উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬৪ জন আহত হয়েছে। হরতাল সমর্থকরা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ৭টি দোকান ভাংচুর করেছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জের): গোবরাতলা ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার আব্দুস সোবহান (৫০) সকালে কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার চককির্তি ইউনিয়নের লাওঘাট্টা বারোম্যাসা ব্রিজ এলাকায় হরতাল সমর্থকদের হামলার শিকার হয়েছেন। এ সময় পিকেটাররা তার মোটরসাইকেল ভাংচুর করে আগুন দেয়। পিকেটাররা তাকে আঘাত করলে তার পা ভেঙ্গে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর: উত্তর তেহমুনী ও দক্ষিণ তেহমুনী এলাকায় ১৮ দলীয় জোটের মিছিল থেকে ১০/১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয়। সকালে জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে জামায়াত-শিবিরের হামলায় ইত্তেফাকের কমলনগর উপজেলা সংবাদদাতা আবদুল মজিদ আহত হয়েছেন। দুপুরে একই বাজারে জামায়াত-শিবির ক্যাডাররা লোহার রড দিয়ে পিটিয়ে উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলামকে আহত করে। এদিকে রামগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
মেহেরপুর: রাজনগরে পুলিশের বাধার মুখে ১০/১২টি ককটেল বিষ্ফোরণ ঘটায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। কেউ হতাহত হয়নি।
কাউখালী (রাঙ্গামাটি): উপজেলা সদরে হরতাল চলাকালে যুবলীগ যুবদল সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সকালে ঘিলাছড়ি সড়কের শামুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী): উপজেলার পাঁচগাঁও বাজারে চাটখিল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোরশেদ আলমের ঔষধ দোকানে হামলা ভাংচুর ও প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হরতাল সমর্থকরা।
লাকসাম (কুমিল্লা): উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেনকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত মনিরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: সকাল ১০টার দিকে শহরের কলেজপাড়া সংলগ্ন রেললাইনে টায়ারে আগুন দেয় পিকেটাররা। খবর পেয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। এদিকে জেলার বিজয়নগরে শ্রমিকদের হামলায় ৫ বিএনপি কর্মী হয়েছেন।
ময়মনসিংহ: হরতাল সমর্থনে জেলায় সড়কে আগুন ৫/৬টি অটোরিকশা ভাংচুর ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে পিকেটাররা।
দিনাজপুর: জেলায় ১টি এ্যাম্বুলেন্সসহ ৯টি যানবাহন ভাংচুর করেছে পিকেটাররা। এ সময় পুলিশ ১২ জনকে গ্রেফতার করে।
গাজীপুর: রাতে জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় গাজীপুর-ঢাকা সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের কয়েকটি সিট (আসন) পুড়ে গেছে।
ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় নিরাপদ পরিবহন ও কালামপুর এলাকায় গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিক বহনকারী পল্লী সেবা বাসে রবিবার রাতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ ১১ জনকে আটক করেছে। এ ঘটনায় ধামরাই থানার এস আই আবুল বাশার বাদি হয়ে বিরোধী জোটের ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে গতকাল মামলা করেছেন।
বরিশাল:নগরীর হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার পথে পুলিশ ১৮ দলের ১৩ নেতাকর্মীকে আটক করেছে। বিকালে হরতালের সমর্থনে নগরীতে জেলা ও মহানগর বিএনপি এই মিছিল বের করে।
রাজীবপুর (কুড়িগ্রাম): জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হরতালকারীরা সংবাদপত্রবাহী গাড়ির ব্যানার ছিঁলে ফেলে এবং গাড়ি থেকে কয়েকটি পত্রিকার প্যাকেট নামিয়ে নেয়। গাড়িটি শেরপুর থেকে পত্রিকা নিয়ে রৌমারীতে যাচ্ছিল।
চাঁদপুর: সকালে চাঁদপুর-রায়পুর সড়কে টোলঘর এলাকায় হরতাল সমর্থকরা রেললাইনে টায়ারে আগুন দেয়। একই সময় বাগাদী নিজ গাছতলা এলাকায় চাঁদপুর-রায়পুর সড়কে গাছ কেটে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে তারা। পুলিশ এসে উভয় স্থানে ধাওয়া করলে পিকেটাররা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ৪ জনকে আটক করে পুলিশ।
মুন্সীগঞ্জ: সদরের সিপাহীপড়া চৌরাস্তায় একটি ট্রাক ও ২টি অটোরিকশা ভাংচুর করে পিকেটাররা। ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল ছিল সীমিত।
শ্রীপুর (গাজীপুর): শ্রীপুর-কাপাসিয়া সড়কে কাইচ্চাবাড়ী এলাকায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা গাছ কেটে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ পিকেটার সন্দেহে পটকা কালার ভিটা হামিউছ সুন্নাহ কওমি মাদরাসার অধ্যক্ষ মাও: সাইফুল ইসলাম, শিক্ষক এনামুল, রাশিদুল, সাইফুল, শামিম, আরিফ, রমজান আলী, আ: রহমানও আরিফুলকে মাদ্রাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের ছেড়ে দেয়।
কালিয়াকৈর (গাজীপুর): উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. হিরু মিয়ার প্রাইভেটকারে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হিরু মিয়া জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার মৌচাক থেকে (ঢাকা মেট্রো গ ২৭-৩৯৪৬) প্রাইভেটকার যোগে আওয়ামী লীগ কার্যালয়ে আসার পথে কালিয়াকৈর ট্রাক স্টেশনে হামলা চালিয়ে তার গাড়ি ভাংচুর করা হয়। এসময় হরতাল সমর্থকরা চালক মো. জামাল হোসেনকে মারধর করে তার কাছ থেকে প্রাইভেটকারের চাবি ছিনিয়ে নেয়। এ ব্যাপারে হিরু মিয়া কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।
নেত্রকোনা : শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত দত্ত উচ্চ বিদ্যালয় সড়কের মধ্যস্থলে সন্ধ্যায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ককটেল বিস্ফোরণে ৫ পথচারী আহত হয়েছেন। আহতরা হলেন মহব্বত আলী (৪৫), নয়ন পাল (২৫), শপিকুল ইসলাম (৪৫), আল-মামুন (৪২) ও সুমন পাল (২৬)। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিকেটিংয়ের নামে ছিনতাই!
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, হরতালে পিকেটিংয়ের নামে ব্যবসায়ীসহ ৩ জনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার তেতুলিয়া-মাইজবাড়ি সড়কের উথুরী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গফরগাঁও বাজারের ব্যবসায়ী রুমান আহমেদসহ তিনজনকে আটকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ২০/২৫ হাজার টাকা ও তাদের মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
Post a Comment