প্রায় অনিশ্চিত যাত্রায় ফেরদৌস প্রযোজিত 'এক কাপ চা'
বিনোদন রিপোর্ট
পুরোপুরি অনিশ্চিত ফেরদ্যেস প্রযোজিত চলচ্চিত্র 'এক কাপ চা'। দুই বাংলার শিল্পীকে নিয়ে তৈরির কথা ছিল। তরুণ পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামুল নিজেও এখন ছবিটির ব্যাপারে বোন আপডেট দিতে পারেন না। বিচ্ছিন্নভাবে কয়েক দফা শুটিং হলেও ছবিটির রিলিজের ব্যাপার এরেই তিনি বলেন এটি ছবির প্রযোজন ফেরদৌস ভাইই ভালো বলতে পারবেন। এদিকে একাধিক লগ্নিকারীর কাছ থেকে 'এক কাপ চা' ছবিটির নামে প্রায় কয়েক কোটি টাকা নিলেও সেই সব প্রযোজকও এখন পড়েছেন বিপাকে। নাম প্রকাশে অনিচ্ছুক তেমনই এক প্রযোজক বলেন, 'আমি অনেকের ছবিতেই সহযোগিতা করি। কোনো ছবি থেকে লাভ গুনব সেজন্য নয়। আমি চলচ্চিত্রকে ভালোবেসে প্রযোজককে অর্থ দেই। লগ্নিকৃত অর্থটি কমিটমেন্ট অনুযায়ী ফেরত দিলেই হলো। কিন্তু ফেরদৌস তার এই এক ছবির নাম করে প্রায় ২৫ জন ব্যবসায়ীর কাছ থেকে অর্থ উঠিয়েছে। অথচ ছবিটির কোনো খবরই নেই। এর ভেতরে তার বেশ কয়েকটি ছবিও রিলিজ হয়ে গেল। সারাক্ষণ ভারতের ছবি পাওয়ার আশায় দেশি লগ্নিকারীদের সাথে এ ধরনের আচরণ সত্যিই দুঃখজনক।'
্এ প্রসঙ্গে ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বিষয়টি নিয়ে ফেরদৌস ভাই ভালো বলতে পারবেন। কারণ ছবি রিলিজ এবং কাজ এগুনোর দায়িত্ব তার।'
Post a Comment