তানভীর তারেকের চাঁদের শহরের শুভমুক্তি
স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহে একাধিক স্যাটেলাইট চ্যানেল ও রাজধানীর কয়েকটি সুপারশপ স্ক্রীনে মুক্তি পেয়েছে তানভীর তারেক-এর জনপ্রিয় গান ‘চাঁদের শহরে’র মিউজিক ভিডিও। জাহিদ আকবরের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন তানভীর তারেক। গানটিতে তানভীর তারেকের সাথে সহ-কন্ঠ দিয়েছেন আর্নিক। কক্সবাজার, টেকনাফ, ইনানী বীচ, রাজধানীর হাতিরঝিল ও উত্তরা শুটিং স্পটে গানটির চিত্রায়ন করা হয়েছে।
গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘আমার এই গানটির অডিও শ্রোতাদের ভেতরে বেশ রেসপন্স পাবার পরই সিদ্ধান্ত নিই একটি ভিডিও রিলিজ দেবার। সেই লক্ষেই এবারের ভিডিও। তবে অনেকেই বর্তমানে সর্বাধুনিক ক্যামেরার মাধ্যমেই এটি চিত্রায়ন করা হয়েছে। তবে এখন অনেকেই বেশি অর্থ লগ্নি করে মিউজিক ভিডিও তৈরি করলে সেটিকে তারা ভিডিও না বলে ‘মিউজিক্যাল ফিল্ম’ বলে আখ্যা দেন। আমি এটিকে পরিচ্ছন্ন মিউজিক ভিডিওই বলবো। যেখানে দর্শকরা ঝকঝকে চিত্রায়ন ও লোকেশনে গানটিকে উপভোগ করতে পারবেন। এরই ভেতরে ইউটিউবে গানটির বেশ সাড়া মিলেছে। খুব শিগগিরই দেশের সবকটি স্যাটেলাইট চ্যানেলে এর প্রচার শুরু হবে।’ ‘চাঁদের শহরে’ গানটির চিত্রায়ন নির্দেশনা দিয়েছেন সৈয়দ আলী আহসান লিটন, চিত্রগ্রহণে আলীম ইবাদ, সম্পাদনায় রফিকুল ইসলাম রাফি।
স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহে একাধিক স্যাটেলাইট চ্যানেল ও রাজধানীর কয়েকটি সুপারশপ স্ক্রীনে মুক্তি পেয়েছে তানভীর তারেক-এর জনপ্রিয় গান ‘চাঁদের শহরে’র মিউজিক ভিডিও। জাহিদ আকবরের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন তানভীর তারেক। গানটিতে তানভীর তারেকের সাথে সহ-কন্ঠ দিয়েছেন আর্নিক। কক্সবাজার, টেকনাফ, ইনানী বীচ, রাজধানীর হাতিরঝিল ও উত্তরা শুটিং স্পটে গানটির চিত্রায়ন করা হয়েছে।
গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘আমার এই গানটির অডিও শ্রোতাদের ভেতরে বেশ রেসপন্স পাবার পরই সিদ্ধান্ত নিই একটি ভিডিও রিলিজ দেবার। সেই লক্ষেই এবারের ভিডিও। তবে অনেকেই বর্তমানে সর্বাধুনিক ক্যামেরার মাধ্যমেই এটি চিত্রায়ন করা হয়েছে। তবে এখন অনেকেই বেশি অর্থ লগ্নি করে মিউজিক ভিডিও তৈরি করলে সেটিকে তারা ভিডিও না বলে ‘মিউজিক্যাল ফিল্ম’ বলে আখ্যা দেন। আমি এটিকে পরিচ্ছন্ন মিউজিক ভিডিওই বলবো। যেখানে দর্শকরা ঝকঝকে চিত্রায়ন ও লোকেশনে গানটিকে উপভোগ করতে পারবেন। এরই ভেতরে ইউটিউবে গানটির বেশ সাড়া মিলেছে। খুব শিগগিরই দেশের সবকটি স্যাটেলাইট চ্যানেলে এর প্রচার শুরু হবে।’ ‘চাঁদের শহরে’ গানটির চিত্রায়ন নির্দেশনা দিয়েছেন সৈয়দ আলী আহসান লিটন, চিত্রগ্রহণে আলীম ইবাদ, সম্পাদনায় রফিকুল ইসলাম রাফি।
Post a Comment