আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন যদি এমন হয়, রাত্রে ঘুমানোর সময় আপনার কম্পিউটার ঘুমাবে এবং সকালে আপনার কম্পিউটার আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিবে কেমন লাগবে বলুনতো।
এ পর্বে আপনাদের জন্য রয়েছে , কিভাবে আপনার কম্পিউটার সময়মতো আপনাকে ঘুম থেকে উঠার জন্য ডাক দিবে।
তো চলুন শুরু করা যাক।
- প্রথমে মাইক্রোফোন এর মাধ্যমে আপনি যে কথা বলাতে চান, তা রেকর্ড করে সেভ করুন।
- তারপর ডেস্কটপ এর উপর mouse এর right বাটনে ক্লিক করে properties এ যান।
- এখানে screen saver/power/hibernate এ গিয়ে enable hibernation এ টিক চিহ্ন দিয়ে ok করুন।
- আবার power/advance এ গিয়ে When I press the sleep এ hibernate নির্বাচন করে ok দিয়ে বেরিয়ে আসুন।
- যাদের keyboard এ sleep বাটন নেই, তারা when I press the power বাটনে hibernate নির্বাচন করে ok দিয়ে বেরিয়ে আসুন।
- এখন control panel/Scheduled tasks/add scheduled/task/next/browse এ ক্লিক করে যেখানে ভয়েসটি সেভ করেছেন, সেখান থেকে কথা নির্বাচন করে( বিকল্প হিসেবে গানও নির্বাচন করতে পারেন)
- open/daily/next/start time এ আপনার প্রয়োজন মত সময় নির্বাচন করে next এ ক্লিক করুন।
- আপনার কম্পিউটার এ password দেওয়া থাকলে password দিয়ে next এ ক্লিক করে open advance এ টিক চিহ্ন দিয়ে finish এ ক্লিক করুন।
- এখন setting এ গিয়ে wake the কম্পিউটার এ টিক চিহ্ন দিয়ে ওকে করে বেরিয়ে আসুন।
- এখন আপনি রাত্রে ঘুমানোর সময় keyboard থেকে sleep বাটন চাপুন অথবা পাওয়ার বাটন চাপুন।
Post a Comment