ভিডিও কলের জন্য সবাই স্কাইপ ব্যবহার করে থাকে। আর ডেস্কটপে স্কাইপ ভিডিও কলে অনেক সময়ই ভিডিও দেখা যায়না। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় দেয়া হল
ড্রাইভার চেক করুন
ডিভাইস ম্যানেজারে গিয়ে বর্তমান ড্রাইভার ভার্সন চেক করতে হবে। উইন্ডোজের বেশীরভাগ ভার্সনে control panel > sistem > device manager। এবার ওয়েব ক্যাম ডিভাইসে রাইট ক্লিক করে 'properties' নির্বাচন করতে হবে। এবার এখানে ড্রাইভারের তারিখ দেখা যাবে। যদি পুরনো তারিখ দেখা যায় তাহলে ইন্টারনেটের মাধ্যমে ড্রাইভার আপডেট করতে হবে।
স্কাইপ সঠিকভাবে কনফিগার করা হয়েছে কিনা নিশ্চিত হোন
আপডেট করেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে স্কাইপ ভিডিও সেটিংস আবার চেক করতে হবে। স্কাইপ ওপেন করে Tools > Options এ গিয়ে ভিডিও সেটিংস দেখা যাবে। যদি নিচের চিত্রের মতো ছবি দেখা যায় তাহলে বুঝতে হবে স্কাইপ কনফিগার করা হয়নি।
আপনি হিডেন কিনা নিশ্চিত করুন
দেখতে হবে 'Hide myself' or 'Stop My Video' এই অপশনগুলো সিলেক্ট করা নেই।
Post a Comment