[Featured Post][featured][recent][5]

জনপ্রিয় পোস্ট

মারিয়ানা’স ওয়েব কি? ইন্টারনেট এর এই সবচেয়ে রহস্যময় ও অন্ধকার স্থান সম্পর্কে জানুন

অনেকেই হয়ত মারিয়ানা'স ওয়েব এর নাম শুনেছেন; আবার অনেকে হয়ত শুনেন নি। মারিয়ানা'স ওয়েব আসলে কি? আমরা কি মারিয়ানা'স ওয়েব সার্ফ ক...


যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী এফবিআইয়ের তালিকাভুক্ত শীর্ষ সাইবার অপরাধী পাকিস্তানে গ্রেফতার হয়েছে ইন্টারপোলের তালিকাতেও তাদের নাম ছিল। গত ১৪ ফেব্রুয়ারি শনিবার পাকিস্তানের করাচী থেকে তাদের গ্রেফতার করা হয় খবর টাইমস অব ইন্ডিয়ার।

গ্রেফতারকৃতদের পরিচয় জানা গেছে। তাদের নাম নূর আজিজ ও ফারহান আরশাদ। এরা উভয়ই পাকিস্তানের করাচীর বাসিন্দা। এদের বিরুদ্ধে ৫০ মিলিয়ন মার্কিন ডলার চুরি করার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের এবং পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানি ও ব্যক্তি থেকে তারা এই পরিমাণ অর্থ চুরি করেছেন। পাকিস্তানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মীর মাজহার জাব্বার এসব বলেন।

Post a Comment