পুলিশের সহযোগীতায় আ.লীগের লাঠি নিয়ে অবস্থান, পথচারীদের লাঠিপেটা
=====================================
বিরোধী জোটের গনতন্ত্রের অভিযাত্র প্রতিহত করতে রাজধানীতে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী বিভিন্ন সংগঠন। রবিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বাঁশের লাঠি, লোহার রড, পাইপ, ক্রিকেট স্ট্যাম্প, হকিস্টিক নিয়ে মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও এসব মিছিলে সহযোগিতা করতে দেখা গেছে। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান নেয়। এসব মিছিল থেকে লাঠিসোঁটা উচিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে স্লোগান দেয়া হয়। এ ব্যাপারে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোন ভাষ্য নেই।পূর্ব ঘোষণা অনুযায়ী ১৮ দলের কর্মসূচি প্রতিহত করতে ঢাকার সকল প্রবেশ মুখে সশস্ত্র অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা অফিসগামী ও পথচারীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এ সময় তারা বেশ কয়েকটি এলাকায় ১৮ দলীয় জোটের কর্মী সন্দেহে পথচারীদের পিটিয়ে আহত করে।আওয়ামী লীগ নেতারা বলেন, রবিবার সকাল থেকে শুরু হওয়া আওয়ামী লীগের এই অবস্থান ততোক্ষণ চলবে যতোক্ষণ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ঢাকায় প্রবেশের সম্ভাবনা রয়েছে।
=====================================
বিরোধী জোটের গনতন্ত্রের অভিযাত্র প্রতিহত করতে রাজধানীতে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী বিভিন্ন সংগঠন। রবিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বাঁশের লাঠি, লোহার রড, পাইপ, ক্রিকেট স্ট্যাম্প, হকিস্টিক নিয়ে মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও এসব মিছিলে সহযোগিতা করতে দেখা গেছে। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান নেয়। এসব মিছিল থেকে লাঠিসোঁটা উচিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে স্লোগান দেয়া হয়। এ ব্যাপারে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোন ভাষ্য নেই।পূর্ব ঘোষণা অনুযায়ী ১৮ দলের কর্মসূচি প্রতিহত করতে ঢাকার সকল প্রবেশ মুখে সশস্ত্র অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা অফিসগামী ও পথচারীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এ সময় তারা বেশ কয়েকটি এলাকায় ১৮ দলীয় জোটের কর্মী সন্দেহে পথচারীদের পিটিয়ে আহত করে।আওয়ামী লীগ নেতারা বলেন, রবিবার সকাল থেকে শুরু হওয়া আওয়ামী লীগের এই অবস্থান ততোক্ষণ চলবে যতোক্ষণ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ঢাকায় প্রবেশের সম্ভাবনা রয়েছে।
Post a Comment