আজ আমরা যে হ্রদটিকে দেখবো সেটি কোনো সাধারণ হ্রদ নয়। হ্রদ শুনলেই আমাদের মানস চোখে যে ছবি ফুটে উঠে লাভা হ্রদ তার থেকে সম্পূর্ণ ভিন্ন জিনিস। আজ আমরা দেখবো একটি লাভা হ্রদ। আফ্রিকার পাহাড়ি অঞ্চলের ঠিক কেন্দ্র বিন্দুতে রয়েছে একটি খাদ, যার নামNyiragongo হ্রদ। Nyiragongo বিশেষ একটি যায়গা, কারণ এটি একটি ফুটন্ত লাভার হ্রদ। শুধু তাই নয়, এটি পৃথিবীর বৃহত্তম লাভা হ্রদ। ২০১০ সালের জুনে বিজ্ঞানীদের একটি দল এই হ্রদটিতে গিয়েছিলো কিছু বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে। সেই সময়ে বিজ্ঞানীদের তোলা কিছু ছবি এখানে দেখুন।
আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে এই প্রত্যাশায়। ভালো থাকবেন অহরহ।
Post a Comment