[Featured Post][featured][recent][5]

জনপ্রিয় পোস্ট

মারিয়ানা’স ওয়েব কি? ইন্টারনেট এর এই সবচেয়ে রহস্যময় ও অন্ধকার স্থান সম্পর্কে জানুন

অনেকেই হয়ত মারিয়ানা'স ওয়েব এর নাম শুনেছেন; আবার অনেকে হয়ত শুনেন নি। মারিয়ানা'স ওয়েব আসলে কি? আমরা কি মারিয়ানা'স ওয়েব সার্ফ ক...

2010-07-30_205347
পারেন। আর এটি তৈরি করতে ১ ঘন্টার বেশি লাগবে না। এবার আসা যাক মূল টিউটোরিয়াল এ …
ফ্রী হোস্টিং এবং ব্লগ সার্ভিস এর জন্য আমরা ব্যবহার করবো Blogger.com
আর ফ্রী ডোমেইন এর জন্য ব্যবহার করবো co.cc
ব্লগ তৈরি করা
আশা করি আপনাদের সকলেরই একটি গুগল একাউন্ট (জি-মেইল) আছে। আর না থাকলেwww.gmail.com থেকে একটি খুলে নিতে পারেন। এরপর www.blogger.com এ যান। সেখানে আপনার জি-মেইল এর ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। এরপর ব্লগার ড্যাসবোর্ড আসবে এবং সেখানে Create a Blog এ ক্লিক করুন। তারপর নিচের মত একটি পেইজ দেখা যাবে। এখানে ইচ্ছে মত আপনার ব্লগের একটি নাম দিন।
2010-07-30_124036
তারপরের ঘরে ব্লগের জন্য একটি এড্রেস লিখুন। এই এড্রেস ব্রাউজারে লিখেই সবাই আপনার ব্লগে প্রবেশ করতে পারবে। এটি বড় হলেও কোন সমস্যা নেই। কারন আমরা এই এড্রেস ব্যবহার করবো না। co.cc থেকে ছোট একটি ফ্রী ডোমেইন ব্যবহার করা হবে ব্লগ এড্রেস হিসেবে। এড্রেস লিখে Continue বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে আপনাকে আপনাকে ব্লগের জন্য একটি টেমপ্লেট সিলেক্ট করতে বলবে। পছন্দমত যেকোন একটি টেমপ্লেট সিলেক্ট করে Continue তে ক্লিক করুন। এরপর আপনার ব্লগ তৈরি হয়েছে, এরকম একটি বার্তা দেখা যাবে পরের পেইজে। সেখানে Start Blogging বাটনে ক্লিক করুন। এরপর নিচের মত একটি পেইজ দেখা যাবে।
2010-07-30_125248
সেখানে View Blog লিংকে ক্লিক করে আপনি আপনার সদ্য তৈরি করা ব্লগটি দেখতে পারেন। আর পোস্ট এডিটরে টাইটেল এবং কিছু লেখা লিখে Publish Post বাটনে ক্লিক করলে আপনার ব্লগে দেখা যাবে। ব্লগ তৈরির কাজ মোটামুটি শেষ। এটিকে পরে আপনি আপনার পছন্দের ডিজাইন ও কন্টেন্ট দিয়ে আরও আকর্ষনীয় করে তুলতে পারবেন।
ডোমেইন রেজিস্ট্রেশন এবং সেটাপ
ডোমেইন রেজিস্ট্রেশন এর জন্য প্রথমে co.cc ওয়েব সাইটে যান। সেখানে নিচের মত একটি ইউআরএল লেখার বক্স
2010-07-30_184634
দেখতে পাবেন। সেখানে আপনার পছন্দের একটি নাম দিন। আর এটিই পরবর্তীতে আপনার ব্লগের ডোমেইন নেইম হবে। যেমনঃ www.eBooksDock.co.cc তবে আপনি যে নামটি নিতে চান সেটি অবশ্যই খালি থাকতে হবে। অর্থাৎ আপনার আগে কেউ যদি আপনার পছন্দের নামটি রেজিস্ট্রেশন করে ফেলে, তাহলে আপনি আর সেটি নিতে পারবেন না। নাম লিখে Check availability বাটনে ক্লিক করুন। এরপর এরকম একটি পেইজ দেখা যাবে
2010-07-30_185205
এখানে Continue to registration বাটনে ক্লিক করুন। এরপর আপনাকে লগিন করতে বলবে। আপনার যেহেতু
2010-07-30_194626
একাউন্ট নেই সেহেতু Create an account now লিংকে ক্লিক করে নতুন একটি একাউন্ট খুলে নিন। এরপর সাইন ইন করলে আপনার রেজিস্ট্রেশন করা ডোমেইনটি দেখতে পাবেন। এরপর ডোমেইনটিতে ক্লিক করুন। পরের পেইজে ডোমেইনের পাশে থাকা Set Up বাটনে ক্লিক করুন। এরপর নিচের ছবির মত দেখতে পাবেন এবং সেখানে Zone Record রেডিও বাটনে ক্লিক করুন।
2010-07-30_200032
এরপর Add a record ফিল্ডে প্রথম বক্সে অর্থাৎ Host এর বক্সে www সহ আপনার ডোমেইন নেইম লিখুন।
2010-07-30_200458
এরপরের বক্সটি যেভাবে আছে সেভাবে রাখুন। পরেরটিতে CNAME সিলেক্ট করুন। শেষ বক্সটি অর্থাৎ Value এর পাশে ghs.google.com লিখে Set up এ ক্লিক করুন।
নাহ … এখনো শেষ হয়নি। আর একটু কাজ বাকি আছে :( 
এবার আবার আপনার ব্লগার একাউন্ট এ লগিন করুন। আর লগিন করা থাকলে Settings > Publishing এ ক্লিক করুন। পরের পেইজে Custom Domain লিংকে ক্লিক করুন। এরপর যে পেইজ আসবে সেখানে Switch to advanced settings এ ক্লিক করুন। এরপর এডভান্সড সেটিংস পেইজ আসবে এবং সেখানে প্রথম বক্সে আপনার ডোমেইন নেইম www সহ লিখে একদম নিচের ওয়ার্ড ভেরিফিকেশন বক্সটি পূরন করে Save Settings এ ক্লিক করুন। পরের পেইজেও একই কাজ করুন এবং Redirect Robott.co.cc to www.robott.co.cc এর পাশের চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Save Settings এ ক্লিক করুন। ব্যাস। আর কষ্ট করতে হবে না :) 
উদাহরন হিসেবে একই ভাবে তৈরি করা এই ব্লগটি দেখতে পারেনঃ www.ebooksdock.co.cc

Post a Comment